বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মাঠেই মৃত্যু হ্যান্ডবলের কারিগর আখতারুজ্জামান আউয়ালের

আপডেট : ১৩ জুন ২০২৫, ১০:৪৩ পিএম

হ্যান্ডবলে অতি পরিচিত মুখ আখতারুজ্জামান আউয়াল। তার হাতে গড়া অনেক খেলোয়াড় জাতীয় হ্যান্ডবল দলে খেলেছেন। হ্যান্ডবলের কারিগর আউয়াল আজ শুক্রবার বিকেলে জামালপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলাবস্থায় মৃত্যুবরণ করেন।

জামালপুর ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান জানান, 'জামালপুর স্টেডিয়ামে ঈদ পুর্নমিলনী প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার সময় ব্যাটিং করা অবস্থায় আউয়াল মাটিতে শুয়ে পড়েন। খুব দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। এর আগেই তিনি আমাদের ছেড়ে চলে যান। অনেকটা ক্রিকেটার তামিম ইকবালের মতোই ঘটনা। তামিম আমাদের মাঝে এখনো আছেন, আউয়াল আর নেই।'

জামালপুরের পাশাপাশি জাতীয় হ্যান্ডবলেও অনেক সম্পৃক্ততা আউয়ালের। জাতীয় যুব হ্যান্ডবল দলের সহকারী কোচ ছিলেন। হ্যান্ডবল রেফারি ও কোচেস এসোসিয়েশনের কমিটিতেও সক্রিয় ভূমিকা থাকতো আউয়ালের।

আউয়ালের মৃত্যুতে হ্যান্ডবল ফেডারেশন, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা শোক প্রকাশ করেছে। স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আউয়াল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত