বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল, কুমিল্লায় বাস সংকট

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে কুমিল্লায় বাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ শনিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার, আলেখারচর ও ক্যান্টনমেন্ট এলাকাসহ বিভিন্ন পয়েন্টে দেখা গেছে উপচে পড়া ভিড়। ঢাকা ফেরত যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। পর্যাপ্ত বাস না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে গাড়ি পাচ্ছেন না। গরম ও ভিড়ে অসুস্থ হয়ে পড়ছেন নারী ও শিশুরাও।

শনিবার (১৪ জুন) সকালে কুমিল্লার শাসনগাছা, জাঙ্গালিয়া ও ক্যান্টনমেন্ট বাস কাউন্টার ঘুরে দেখা যায়, যাত্রীদের তুলনায় বাসের সংখ্যা অনেক কম। নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর ও লক্ষ্মীপুর থেকে আসা বাসগুলো আগে থেকেই যাত্রীতে পরিপূর্ণ থাকায় কুমিল্লা থেকে উঠতে পারছেন না অনেকেই।

আলেখারচর বিশ্বরোডে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা গার্মেন্টকর্মী শিবলু বলেন, এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো বাসে উঠতে পারিনি। প্রচণ্ড গরমে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, অথচ ঢাকায় ফিরতে না পারলে কাল কাজে যোগ দিতে পারব না।

একই অবস্থায় পড়েছেন বিল্লাল হোসেন নামের এক ব্যবসায়ী। স্ত্রী-সন্তানসহ তিনি বাসের অপেক্ষায় ছিলেন একই জায়গায়। আক্তার হোসেন বলেন, আগামীকাল অফিস, আজই ঢাকায় ফিরতে হবে। কিন্তু বাস পাচ্ছি না। বাচ্চারা গরমে কষ্টে আছে, অসুস্থ হয়ে পড়ছে।

কুমিল্লা এশিয়া লাইনের বাসচালক রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে খালি গাড়ি নিয়ে কুমিল্লা আসছি। যাত্রীদের চাপ এত বেশি যে প্রতিটি বাসে দাঁড়িয়ে যাত্রা করতেও জায়গা মিলছে না। লম্বা ছুটির পর সবাই একদিনেই ফিরতে চাইছে, তাই এমন অবস্থা।

এ বিষয়ে  হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ও কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খায়রুল আলম বলেন, দীর্ঘ ছুটির পর হঠাৎ সবাই ঢাকামুখী হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তবে মহাসড়কে যানজট নেই, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আশা করছি, আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত