শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নীলফামারীতে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৫:২৮ পিএম

নীলফামারীতে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার সময় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের শেখ মসজিদের সামনে ঘটনাটি ঘটে।

এতে আহত হন ৩ জন। তাদের উদ্ধার করে নীলফামারী ২৫০ শষ্যা আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। নিহত আইজুল ইসলাম (২৫) সদরের কুন্দপুকুর ইউনিয়নের বারো ঘরিয়া এলাকার মৃত সোবহান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে শহর থেকে সৈয়দপুরের দিকে আসছিল। এ সময় শেখ মসজিদের পেছনের রাস্তা দিয়ে যাত্রীসহ ব্যাটারিচালিত ভ্যানটি মহাসড়কের ওঠার সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে আইজুল ইসলামের মৃত হয়।

স্থানীয়রা জানান, নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। চালকদের বেপরোয়া মনোভাবের কারণে এমন দুর্ঘটনা ঘটছে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ দেশ রূপান্তরকে জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত