বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

শান্ত-মুশফিকের জোড়া ফিফটিতে শতাধিক রানের জুটি

আপডেট : ১৭ জুন ২০২৫, ০২:৩৮ পিএম

শ্রীলঙ্কার জার্সিতে টেস্ট অভিষেক হয়েছে থারিন্দু রত্নায়েকের। ত্রিশ ছুঁইছুঁই বয়সের এই বোলার মূলত ডানহাতি অফ স্পিনার। একইসঙ্গে বাঁহাতি স্পিনও করতে পারেন! থারিন্দুকে নিয়ে শ্রীলঙ্কা দলে দুই হাতের বোলার এখন দুজন, আগে থেকেই আছেন কামিন্দু মেন্ডিস। স্বাগতিকদের সামলে নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম তুলে নিয়েছেন ফিফটি। জুটি পৌঁছে গেছে তিন অংকে।

আজ থেকে শুরু হওয়া গল টেস্টে ৪৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিমের জুটিতে। ইতোমধ্যেই তাদের জুটি ৮৯ রানে পৌঁছে গেছে। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৯তম ওভারে পঞ্চম বলটি করার আগ পর্যন্ত ডান হাতে অফ স্পিন করেছেন থারিন্দু। তবে এই জুটি ভাঙতে এরপর তাকে বাঁহাতি স্পিন করতে দেখা যাচ্ছে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফার্নান্দোর বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন ১০ বলে কোনো রান না করা এনামুল হক বিজয়। দলের স্কোরবোর্ডে তখন মাত্র ৫ রান! এরপর প্রতিরোধ গড়েছিলেন আরেক ওপেনার সাদমান ইসলাম আর মুমিনুল হক। পঞ্চদশ ওভারে সাদমানকে (১৪) ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙেন অভিষিক্ত থারিন্দু রত্নায়েক।

দলীয় ৪৫ রানে মুমিনুল হকের (২) বিদায়ে পতন ঘটে তৃতীয় উইকেটের। এবারও শিকারী থারিন্দু রত্নায়েক। প্রথম সেশনে মোট ২৮ ওভারের খেলা হয়েছে। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে। ৪৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৭ রান। অধিনায়ক নাজমুল ১০৯ বলে ৫১ রানে অপরাজিত। অন্য প্রান্তে ৮৫ বলে ৫০ রানে অপরাজিত মুশফিক। ১৯১ বলে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। টেস্টে এটা মুশফিক ও নাজমুলের সর্বোচ্চ রানের জুটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত