শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কুড়িগ্রামে ট্রলির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৩:২০ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে ট্রলির চাপায় পিষ্ট হয়ে মনিরুজ্জামান মুন্না নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (১৭জুন) সকাল ১১টার দিকে উপজেলার নাজিমখান বাজারের পাশে সাকিন মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক রংপুর জেলার হারাগাছের বাংলাবাজার ঠাঁকুরদান এলাকার মাহফুজার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত যুবক মনিরুজ্জামান এবি খালেদ গুলের সেলসম্যান হিসেবে রাজারহাটের নাজিমখান এলাকায় কর্মরত ছিলেন। তিনি ভাড়া বাসায় থাকতেন।

আজ সকাল ১১টার দিকে নাজিমখান বাসা থেকে মটরসাইকেল যোগে বাহির হওয়ার সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রলিটি খাদে পড়ে যায়।

সম্প্রতি মনিরুজ্জামান মুন্নার সাথে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চৌমোহনী মিলের পাড় বাজারের পাশে জনৈক মোকছেদ আলীর মেয়ের সাথে বিয়ে রেজিষ্টারী হয়েছিল। আগামী শুক্রবার তার গায়ের হলুদ ও আনুষ্ঠানিকতার দিন ধার্য্য ছিল বলে জানা যায়।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত