গল টেস্টে দুই হাতে বোলিং করতে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার অভিষিক্ত বোলার থারিন্দু রত্নায়েকে। ত্রিশ ছুঁইছুঁই বয়সের এই বোলার মূলত ডানহাতি অফ স্পিনার। একইসঙ্গে বাঁহাতি স্পিনও করতে পারেন! থারিন্দুকে নিয়ে শ্রীলঙ্কা দলে দুই হাতের বোলার এখন দুজন, আগে থেকেই আছেন কামিন্দু মেন্ডিস। তবে ক্রিকেট ইতিহাসে এর আগেও দুই হাতে বোলিং করা বোলারদের পেয়েছে।
ক্রিকেট ইতিহাসে উল্লেখযোগ্য দুই হাতের বোলার:
১. কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা): আধুনিক ক্রিকেটে দুই হাতে বোলিংয়ের অন্যতম বড় বিজ্ঞাপন কামিন্দু মেন্ডিস। লঙ্কান এই বোলার ডানহাতি অফ-স্পিন এবং বামহাতি অর্থোডক্স স্পিন বোলিং করতে পারেন। তিনি ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নেওয়ার পথে নিজের এই দক্ষতা দেখিয়েছিলেন। এরপর আন্তর্জাতিক ম্যাচে তাকে নিয়মিতই দুই হাতে বোলিং করতে দেখা যায়।
২. থারিন্দু রত্নায়েকে (শ্রীলঙ্কা): আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া গল টেস্টে অভিষিক্ত রত্নায়েকে মূলত ডানহাতি অফ স্পিনার। একইসঙ্গে বাঁহাতি স্পিনও করতে পারেন! এই টেস্টের লঙ্কান একাদশে কামিন্দু মেন্ডিসও আছেন। তার মানে একসঙ্গে দুজন বোলার আছেন যারা দুই হাতে বল করতে পারেন; যা রীতিমতো বিরল।
অক্ষয় কার্নেওয়ার (ভারত): ভারতের বিদর্ভের ঘরোয়া ক্রিকেটার কার্নেওয়ার ডানহাতি অফ-স্পিন এবং বাম-হাতি অর্থোডক্স স্পিন বোলিং করতে পারেন। ২০১৬ সালে তার অভিষেক মৌসুমে তিনি নজর কেড়েছিলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে সুযোগ পেলেও আন্তর্জাতিক ক্যারিয়ার এগোয়নি।
ইয়াসির জান (পাকিস্তান): প্রতিভা অন্বেষণ কর্মসূচি থেকে উঠে আসা ইয়াসিরকে পিএসএল দল লাহোর কালান্দার্স চুক্তিবদ্ধ করেছিল। তিনি দুই হাতে পেস বোলিং করতে পারেন। তবে এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি।
হাশান তিলকরত্নে (শ্রীলঙ্কা): শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান, তিলকরত্নে ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে একটি অপ্রতিযোগিতামূলক পরিস্থিতিতে উভয় হাতে বোলিং করেছিলেন, ডান হাতের অফ-স্পিন এবং বাম হাতের স্পিন ব্যবহার করেছিলেন।
হানিফ মোহাম্মদ (পাকিস্তান): পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান হানিফ মোহাম্মদ মাঝে মাঝে দুই হাত দিয়ে বোলিং করতেন। বিশেষ করে ১৯৫৮ সালের টেস্ট ম্যাচে গ্যারি সোবার্সের ৩৬৫* রানের ইনিংস খেলার পথে বাঁহাতি স্পিন করেছিলেন।
গ্রাহাম গুচ (ইংল্যান্ড): মূলত ব্যাটসম্যান হিসেবে পরিচিত গুচও দুই হাতে বোলিং করতে পারতেন।
শায়লা শারমিন (বাংলাদেশ): বাংলাদেশের নারী ক্রিকেটার শারমিন দুই হাতে স্পিন বোলিং করতে পারেন।