শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

দেড় বছর পর শান্তর সেঞ্চুরি, উচ্ছ্বাস মুশফিকের

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৫:১১ পিএম

২০২৩ সালের নভেম্বরে সবশেষ টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর পর ফিফটি পেরিয়েছিলেন মাত্র দুই ইনিংসে। অবশেষে প্রায় দেড় বছর পর আবার টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন শান্ত। তার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিতে গলে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের চালকের আসনে বসেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের ৭৪তম ওভারে স্লো সুইপে দুই রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। তিন অঙ্ক ছুঁতে খেলেন ২০২ বল। ইনিংস সাজানো ১১ চার ও ১ ছয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে এটি শান্তর দ্বিতীয় সেঞ্চুরি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফার্নান্দোর বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন ১০ বলে কোনো রান না করা এনামুল হক বিজয়। দলের স্কোরবোর্ডে তখন মাত্র ৫ রান! এরপর প্রতিরোধ গড়েছিলেন আরেক ওপেনার সাদমান ইসলাম আর মুমিনুল হক। পঞ্চদশ ওভারে সাদমানকে (১৪) ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙেন অভিষিক্ত থারিন্দু রত্নায়েকে। নিজের দ্বিতীয় শিকার হিসেবে দলীয় ৪৫ রানে মুমিনুল হককে ফিরিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দিয়েছিলেন থারিন্দু।

এর পর শান্ত-মুশফিকের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনের জুটিতে এসেছে ১৯৪ রান।

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত