শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নিখোঁজের ৩৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার 

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৬:৪৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানার শ্রাদ্ধানুষ্ঠানে এসে বালু নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে ডুবে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর যুবক সৃজন সাহার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৭ জুন) সকালে বালু নদীর খিলক্ষেত থানার পাতিরা এলাকার পিডিএল ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সৃজন সাহা নরসিংদীর মাধবদী থানাধীন কাশিপুর এলাকার স্বপন সাহার ছেলে। সে সবেমাত্র নরসিংদী সরকারি কলেজ থেকে রসায়ন বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েছিল।

পূর্বাচল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, রবিবার দুপুরে পরিবারের সাথে সৃজন সাহা নরসিংদী মাধবদীর কাশিপুর নিজ বাড়ি থেকে  ইছাপুরা এলাকায় তারা নানা বাঞ্ছারাম সাহার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে আসেন।  

ঐদিন বিকেল সাড়ে ৫টার দিকে বালু নদীর ইছাপুরা পাকা ঘাট এলাকায় সৃজন সাহা গোসল করতে নামে। এ সময় নদীতে গোসলের দৃশ্যও ধারণ করেন তার ছোট ভাই সূর্য সাহা। সাতরে মাঝামাঝি স্থানে গেলে নদীর প্রবল স্রোতে হঠাৎ তলিয়ে যায় সৃজন। এরপর থেকে  নিখোঁজ ছিল সে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকালে উদ্ধার অভিযানে নামে। পরে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে বালু নদীর খিলক্ষেত পাতিরা এলাকার পিডিএল ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে।  

এ ব্যাপারে ইছাপুরা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিতোষ চন্দ্র সরকার বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় নিখোঁজের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত