বাংলাদেশ সমাচার পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও মতলব বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক আল আমিন পারভেজ এবং দৈনিক সংগ্রাম পত্রিকার মতলব প্রতিনিধি দেওয়ান মুরাদুজ্জামানকে সংবাদ সংগ্রহের বাঁধা প্রদান ও হেনস্থা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বিকেল পাঁচটায় উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ গ্রামে এই ঘটনা ঘটে, ঘটনা সূত্রে জানা যায় সংখ্যালঘুদের জায়গা জোর করে দখল নেওয়া হচ্ছে এই সংবাদ সংগ্রহ কালে বাঁধা প্রদান ও হেনস্থা করা হয়।
এ ঘটনায় মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার চিহ্নিত জমির দালাল, বিএনপির নামধারী, (মায়া চৌধুরীর ছেলে দীপু চৌধুরীর সহযোগী) গালিমখা গ্ৰামের ওয়াদুদ ভূইয়া ও সেলিম ভূঁইয়ার নেতৃত্বে সাংবাদিকদের ওপর এই হামলা চালানো হয়।
আলামিন পারভেজ বলেন , সংখ্যালঘুদের জায়গা দখল করছে এবং তারা নির্যাতিত হচ্ছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে আমি সেখানে যাই। যখন ভিডিও করি সেই সময় বেশ কয়েকজন আমাকে ভিডিও ধারণ করতে বাধা দেন এবং অকথ্য গালিগালাজ করার পাশাপাশি ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। আশপাশের লোকজন ছুটে আসলে তারা সেখান থেকে চলে যান।
সংবাদকর্মী দেওয়ান মুরাদুজ্জামান জানান, সংবাদ সংগ্রহ করা একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব। সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এবং তাদের জায়গা দখল করে নিয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে আমরা সংবাদ সংগ্রহে গেলে আমাদের হেনস্তা ও লাঞ্ছিত করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনা গণমাধ্যমকর্মীদের জন্য একপ্রকার হুমকি স্বরূপ। মতলবে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করার বিষয়টি জানাজানি হলে গোটা সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত (ওসি) রবিউল হক বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।