বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বগুড়ায় ফুফুর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, যুবক আটক

আপডেট : ১৮ জুন ২০২৫, ০১:১৭ পিএম

বগুড়ার গাবতলী উপজেলায় ফুফুর গোসলের ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে রিপন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। 

বুধবার (১৮ জুন) সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার রামেন্দ্রপুর এলাকার চকমল্লা গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে।  

আটক রিপন ওই গ্রামের ইব্রাহীম আলীর ছেলে। আটকের সময় তার কাছ থেকে একটি বল্লম ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রিপন তার ফুফুর গোসলের দৃশ্য মোবাইল ফোনে গোপনে ধারণ করে। পরে সেই ভিডিও ফুফুর মোবাইলে পাঠিয়ে ভয়ভীতি দেখিয়ে পূর্বের জমিজমা সংক্রান্ত বিবাদের মীমাংসা করতে বলে। না করলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ব্ল্যাকমেইল করার ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ পাওয়ার পর সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার সাব্বিরের নেতৃত্বে সোমবার রাতে চকমল্লা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে গ্রামের একটি কৃষি খামার থেকে রিপনকে আটক করা হয়। 

জিজ্ঞাসাবাদে রিপন ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেছে। পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই সে এ কাজ করেছে বলে জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত