বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বৃষ্টিতে বন্ধ গল টেস্টের খেলা

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৩:২৪ পিএম

গল টেস্টের রান উৎসবে মেতেছে বাংলাদেশ। আজ বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে সফরকারীদের প্রথম ইনিংসের স্কোর চারশ ছাড়িয়ে গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পর মুশফিকুর রহিমের সঙ্গে শতাধিক রানের জুটি গড়েছেন লিটন কুমার দাস। ১০ ইনিংস পর তার ব্যাটে দেখা গেছে পঞ্চাশোর্ধ ইনিংস। বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ আছে।

সর্বশেষ গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন লিটন। এরপর ১০ ইনিংসে তার কোনো ফিফটি ছিল না। এই সময়ে তার সর্বোচ্চ স্কোর ৪০, গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিশের ঘরে গেছেন মাত্র তিনবার এবং চারবার আউট হয়েছেন ১ রান করে! সেই লিটন আজ ক্যারিয়ারের অষ্টাদশ ও শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ফিফটি পূরণ করেছেন ৬৩ বলে পাঁচ চার এক ছক্কায়।

২৫ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ আজ ৩০তম বারের মতো এক ইনিংসে ৪০০ বা এর বেশি রান তুলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে এটি সপ্তমবার। এই রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিক ব্যাট করছেন ৩২৫ বলে ১৫৯ রানে, লিটন অপরাজিত ৮৪ বলে ৬১ রানে। বাংলাদেশের হয়ে ৬ষ্ঠবারের মতো এক ইনিংসে কমপক্ষে ৩০০ বল খেলেছেন মুশফিক। দ্বিতীয় স্থানে থাকা জাভেদ ওমর বেলিম খেলেছেন ২ বার। বৃষ্টি নামার আগে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৪২০ রান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত