বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বাংলাদেশি কিশোরকে ৬ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৩:৫১ পিএম

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন (১৬) নামের এক কিশোরকে ৬ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিকট ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

মঙ্গলবার রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের রেলওয়ে স্টেশনের পাশের এলাকা দিয়ে ওই কিশোরকে ফেরত দেয় বিএসএফ।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল দৌলা আটক কিশোরকে বিএসএফ কতৃক বিজিবির নিকট ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশে ফেরা আল আমিন হবিগঞ্জ জেলা সদরের কালিগছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এর আগে সেখানে বিজিবি ও বিএসএফের মাঝে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলার এর ৫নং সাবপিলার এলাকা দিয়ে আল আমিন নামের এক কিশোর অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এসময় বিএসএফের একটি টহল দল সীমান্ত এলাকা থেকে ওই কিশোরকে আটক করে। পরবর্তীতে আটককৃত কিশোরকে ফেরত দেওয়ার জন্য বিজিবিকে পতাকা বৈঠকের আহবান করে বিএসএফ। সেইসঙ্গে ওই কিশোরের নাম, ঠিকানা আমাদেরকে অবগত করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই কিশোরের নাগরিকত্ব স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের মাধ্যমে বিজিবি নিশ্চিত হয়। পরে মঙ্গলবার রাত ৯টা ৫৫মিনিটে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার সংলগ্ন এলাকায় দুবাহিনীর মাঝে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ওই কিশোরকে বিজিবির নিকট হস্তান্তর করে। পরবর্তীতে ওই কিশোরের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পুর্বক হাকিমপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

কিশোরের ভাষ্যমতে, সে গত ১৫ই জুন সিলেটের জাফলং সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে ওই কিশোরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত