সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

হোলি আর্টিজান হামলার মামলায় ৭ আসামিকে আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৪:৫২ পিএম

প্রায় ৯ বছর আগে রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের মামলায় সাত আসামির বিরুদ্ধে হাইকোর্ট আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেছে, হত্যাকাণ্ডের নির্মমতা ও নিষ্ঠুরতা, সন্ত্রাসীদের আচরণ এবং ঘটনার মাধ্যমে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষতিসাধন বিবেচনায় এনে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ড দেয়া ন্যায়বিচারের দাবি পূরণ করবে।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলায় দেশি-বিদেশি ২২ জনকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিল ইতালির নয়জন, জাপানের সাতজন, ভারতের একজন এবং বাংলাদেশের তিনজন। এ ঘটনার সময় পুলিশের দুই কর্মকর্তা বোমা হামলায় নিহত হন।

২০১৯ সালের ২৭ নভেম্বর সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ওই মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। তবে হাইকোর্ট গত ২০২৩ সালের ১০ অক্টোবর এই রায় পরিবর্তন করে তাদের আমৃত্যু কারাদণ্ড দেন।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা, অর্থায়ন ও প্রশিক্ষণ গ্রহণ করে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। তাদের অপরাধ সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(ক)(আ) ধারায় দণ্ডনীয়। আদালত বিশ্বাস করে, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলে ন্যায়বিচার নিশ্চিত হবে।

কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামির নাম হলো রাকিবুল হাসান (রিগ্যান), মো. জাহাঙ্গীর হোসেন (রাজীব গান্ধী), আসলাম হোসেন (র‌্যাশ), হাদিসুর রহমান, আবদুস সবুর খান (সোহেল মাহফুজ), মামুনুর রশীদ (রিপন) ও শরিফুল ইসলাম খালেদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত