টেস্ট ক্রিকেটে ধৈর্যই বড় অস্ত্র। উইকেটে দাঁড়িয়ে থাকার মানেই শুধু রান নয়, বরং ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেওয়া। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এমন ইনিংস খুব বেশি নয়, যেখানে ১৫০ ওভারের বেশি ব্যাট করেছে টাইগাররা। তবে যখনই ব্যাটিং করেছে, ফলও এসেছে হাতেনাতে।
এখন পর্যন্ত বাংলাদেশ ১৪ বার টেস্টে ১৫০ ওভারের বেশি সময় ব্যাটিং করেছে। এর মধ্যে প্রথম ইনিংসে এমন নজির রয়েছে ৯ বার, আজকের ইনিংসটি সহ। এর আগে ৮ বার প্রথম ইনিংসে ১৫০ প্লাস ওভার ব্যাট করা ম্যাচে ৪ বার জয়ী হয়েছে বাংলাদেশ, ২ বার হেরেছে এবং বাকি ২ ম্যাচ ড্র করেছে।
সবচেয়ে বড় জয়গুলোর একটি এসেছে ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে, ১৫৪ ওভার ব্যাট করে ৫৬০ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। আরও একটি বড় জয় এসেছিল ২০১৮ সালেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে মিরপুরে ১৫৪ ওভারে ৫০৮ রান করে প্রথম ইনিংসেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল মুশফিক-মমিনুলরা।
একমাত্র ব্যতিক্রম ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেবার ১৫২ ওভারে ৫৯৫ রানের দারুণ ইনিংস খেলার পরেও বাংলাদেশ হেরে গিয়েছিল টেস্টের দ্বিতীয় ইনিংসে ধস নেমে।
টেস্টে বাংলাদেশের ১৫০+ ওভার ব্যাটিং
ওভার রান ইনিংস প্রতিপক্ষ ভেন্যু ফল তারিখ
১৯৬.০ ৬৩৮ দ্বিতীয় শ্রীলঙ্কা গল ড্র ৮ মার্চ, ২০১৩
১৭৬.২ ৪৫৮ দ্বিতীয় নিউজিল্যান্ড মা. মাউঙ্গানুই জয় ১ জানুয়ারি ২০২২
১৭৩.০ ৫৪১/৭* প্রথম শ্রীলঙ্কা পাল্লেকেলে ড্র ২১ এপ্রিল ২০২১
১৭০.১ ৪৬৫ দ্বিতীয় শ্রীলঙ্কা চট্টগ্রাম ড্র ১৫ মে ২০২২
১৬৭.৩ ৫৬৫ দ্বিতীয় পাকিস্তান রাওয়ালপিন্ডি জয় ২১ আগস্ট ২০২৪
১৬০.০ ৫২২/৭* প্রথম জিম্বাবুয়ে মিরপুর জয় ১১ নভেম্বর ২০১৮
১৫৮.৫ ৪৩৩ প্রথম জিম্বাবুয়ে খুলনা ড্র ৩ নভেম্বর ২০১৪
১৫৪.০ ৫৬০/৬* দ্বিতীয় জিম্বাবুয়ে মিরপুর জয় ২২ ফেব্রুয়ারি ২০২০
১৫৪.০ ৫০৮ প্রথম উইন্ডিজ মিরপুর জয় ৩০ নভেম্বর ২০১৮
১৫৩.৪ ৫০৩ প্রথম জিম্বাবুয়ে চট্টগ্রাম জয় ১২ নভেম্বর ২০১৪
১৫৩.৩ ৪০০ প্রথম ভারত ঢাকা হার ১০ নভেম্বর ২০০০
১৫২.০ ৫৯৫/৮* প্রথম নিউজিল্যান্ড ওয়েলিংটন হার ১২ জানুয়ারি ২০১৭
১৫১.০ ৪৮৪/৯ প্রথম শ্রীলঙ্কা গল -- ১৭ জুন ২০২৫
১৫০.২ ৪৩০ প্রথম উইন্ডিজ চট্টগ্রাম হার ৩ ফেব্রুয়ারি ২০২১
* ইনিংস ঘোষণা --খেলা চলছে