বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

ইসরায়েল-ইরানের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আপডেট : ১৯ জুন ২০২৫, ১০:৫০ এএম

ইসরায়েল-ইরান যুদ্ধে ‘তাৎক্ষণিক’ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় দুই দেশের সংঘাতের বিষয়ে গভীর উদ্বেগ এবং তাৎক্ষণিক উত্তেজনা হ্রাস করে যুদ্ধবিরতির কথা বলেন তিনি।

স্থানীয় সময় বুধবার (১৮ জুন) মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক কর্তৃক পঠিত এক বিবৃতিতে, গুতেরেস উভয় দেশের সংযম ও কূটনীতির আহ্বান জানিয়েছেন এবং যেকোনো ‘অতিরিক্ত সামরিক হস্তক্ষেপের’ বিরুদ্ধে সতর্ক করেছেন।

এদিকে টানা সপ্তম দিনের মতো চলছে ইসরায়েল-ইরান সংঘাত। বৃহস্পতিবার (১৯ জুন) ওয়াশিংটনভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, গত কয়েকদিনের সংঘাতে এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ৬৩৯ জন নিহত ও এক হাজার ৩২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক ও ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত