ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক একটি দল কোচি টাস্কার্স কেরালার চুক্তি বাতিল করার মামলায় বড় জরিমানা গুনতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মামলার রায়ে কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডকে ৩৮৫ কোটি ৫০ লাখ রুপি ও রন্দেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে ১৫৩ কোটি ৫৪ লাখ রুপি (মোট ৫৩৯ কোটি রুপি) দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজিকে আইপিএলে সুযোগ পেয়েছিল কোচি টাক্সার্স। একইসঙ্গে তাদেরকে বিতর্কিতভাবে সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছিল। তাই শুধু ২০১১ আসরেই খেলতে পেরেছে কোচি। ওই বছরের সেপ্টেম্বরে নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফির ১০ শতাংশ (১৫৬ কোটি রুপি) জমা দেওয়ার বাধ্যবাধকতা না মানায় ফ্র্যাঞ্চাইজটির চুক্তি বাতিল করা হয়। তখন থেকেই দুই পক্ষের মধ্যে আইনি লড়াই চলছে।
১৪ বছর পর বোম্বে হাইকোর্ট এই জরিমানা প্রদানের নির্দেশ দিছেন। মূলত: ২০১৫ সালে আদালতের নিয়োগ করা সালিশকারীর রায়ই মূলত এবার বহাল রেখেছেন আদালত। ওই সময় জরিমানার অর্থের বদলে আবারও আইপিএলে অংশগ্রহণের সুযোগ চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। সেই রায়ের বিরুদ্ধে তখন আপিল করেছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। এবারও বোম্বে হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধেও আপিল করার সুযোগ পাবে ভারতীয় বোর্ড।