বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ইরানের পর পাকিস্তানে হামলার হুমকি দিলেন ইসরায়েলি নেতা

আপডেট : ২০ জুন ২০২৫, ১১:১২ এএম

ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হওয়ার পর পাকিস্তানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা করা হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরি । তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তার পোস্টে এ কথা উল্লেখ করেন।

মাসরি আরবি ও উর্দু ভাষায় লেখেন, ‘ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি। পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। এটুকু বুঝলেই যথেষ্ট।’

 

যদিও মাসরি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবুও তার রাজনৈতিক ও কৌশলগত প্রভাব ইসরায়েলের উচ্চপর্যায়ে রয়েছে। তার এই হুমকির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দা ও ক্ষোভের ঝড় উঠে। অনেকেই পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসরির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান।

পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের এক্স অ্যাকাউন্ট থেকে ব্যঙ্গ করে বলা হয়, ‘এরকম কোনো পরিকল্পনার আগে ক্যাপ্টেন লুটজের সঙ্গে পরামর্শ করে নিও, উনি অবশ্যই স্ট্রাটেজি ঠিক করতে সাহায্য করবেন।’ আরেক ব্যবহারকারী উসমান ঘানি মন্তব্য করেন, ‘যখন আমাদের পারমাণবিক অস্ত্র ছিল না তখনও তোমরা সাহস করতে পারনি, এখন আছে তাই শুধু স্বপ্ন দেখো!’

এর আগে, গত সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘ইসরায়েলের উদ্দেশে আমাদের বার্তা স্পষ্ট: পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাবেন না।’ 

তিনি আরও বলেন, ‘দেশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে যথেষ্ট শক্তি ও দৃঢ়তা রয়েছে।’

বর্তমানে দক্ষিণ এশিয়ার এই উত্তেজনা নতুন সংকটের সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত