বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি প্রাইভেট কার থেকে এই গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ধনীগগলা হীরারকুটি এলাকার আব্দুল হামিদ ও একই জেলার ফুলবাড়ী উপজেলার কিশামত এলাকার হারুনুর রশিদ।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি টিম শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে কারের পেছনে ডালায় রাখা প্লাস্টিকের কাগজে মোড়ানো ২টি প্যাকেটে রাখা ১০ কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদক কারবারি কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করে পুলিশ।
তিনি আরও জানান, আসামি আব্দুল হামিদের বিরুদ্ধে আগে ১টি মাদক মামলাসহ ২টি মামলা আছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।