সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ময়লার স্তূপে বসবাস ভূমিহীন ফিরোজা বেগমের

আপডেট : ২১ জুন ২০২৫, ১০:৩১ এএম

বাজারের ময়লার স্তূপে ছোট্ট একটি ঝুপড়ি বানিয়ে বসবাস করছেন ভূমিহীন এক নারী। বলছি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার রেললাইনের পূর্ব পাশে বসবাসকারী ফিরোজা বেগমের কথা। বাগমারা বাজারের বাইপাস সড়ক দিয়ে চলাচল করলেই দুর্গন্ধে নাক মুখ বন্ধ হয়ে আসে। আর এই ময়লার স্তূপেই দীর্ঘ ছয় বছর যাবৎ রাত দিন পার করছেন উপজেলার জয়কামতা গ্রামের মৃত লালমিয়া বড় মেয়ে ফিরোজা ও তার স্বামী হোসেন মিয়া। 

ফিরোজা বেগমের প্রথম বিয়ে হয়েছিল দাউদকান্দি গৌরিপুরের দিনমজুর রশিদ মিয়ার সাথে কিন্তু দুটি মেয়ে সন্তান রেখে মারা যান স্বামী রশিদ মিয়া। পরে স্বামীর বাড়ি ঠাঁই মেলেনি। কয়েক বছর বাপের বাড়ি ছিলেন। বাবা মারা যাওয়ার পর সেই বাড়িও ছেড়ে দিতে হয়। এরপর ছয় বছর ধরে দ্বিতীয় স্বামী ও মেয়েদের নিয়ে ঝুপড়িতে বসবাস করছেন ফিরোজা। তার বর্তমান স্বামী হোসেন মিয়া দিনমজুরি করে সংসার চালাচ্ছেন। 

ছবি: প্রতিনিধি

সরেজমিন দেখা যায়, বাগমারা রেললাইনের পূর্ব পাশে প্রায় ৫টি ভূমিহীন পরিবার যাদের জীবন জীবিকা চলে প্রতিনিয়ত সংগ্রামের মাধ্যমে। ময়লার স্তূপে বসবাসকারী আরেকজন নারী বলেন, জীবন চলছে ময়লা আবর্জনার স্তূপে। অসুখ-বিসুখ নিয়ে জীবন পার করছি। দুর্গন্ধে শরীর চলে না, কখন যেন চলে যেতে হয়। 

পথচারীরা বলেন, ময়লার স্তূপের কারণে মানুষ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না দুর্গন্ধের জন্য। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। একটি নির্দিষ্ট দূরবর্তী স্থানে ময়লা ফেললে সাধারণ মানুষ, বাজারের ব্যবসায়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই দুর্গন্ধ থেকে মুক্তি পাবে। 

এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা বলেন, আমি আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি এখানে যোগদান করেছি বেশিদিন হয়নি। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখে ব্যবস্থা নিব। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত