বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

জেগে উঠছে ব্রাজিল ফুটবল; এবার চেলসিকে হারাল ফ্ল্যামেঙ্গো

আপডেট : ২১ জুন ২০২৫, ১১:৫২ এএম

ক্লাব বিশ্বকাপে একের পর এক চমক দিয়ে যাচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো। ইউরোপসেরা পিএসজির বিপক্ষে বোতাফোগোর দারুণ জয়ের রেশ কাটতে না কাটতেই ইংলিশ জায়ান্ট চেলসিকে হারিয়ে চমকে দিল ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো। ক্লাব বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ফ্ল্যামেঙ্গো জিতেছে ৩-১ গোলে।

শুক্রবার রাতে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই চেলসিকে চেপে ধরে ফ্ল্যামেঙ্গো। অল্প সময়ের মধ্যেই অন্তত তিনবার চেলসিকে রক্ষা করেন গোলকিপার রবার্ট সানচেজ। ত্রয়োদশ মিনিটে অবশ্য ফ্ল্যামেঙ্গোর রক্ষণভাগের ভুলে এগিয়ে যায় চেলসি। ফাঁকায় বল পেয়ে জালে পাঠাতে ভুল করেননি পেদ্রো নেতো। এই গোল থেকে আত্মবিশ্বাস পেয়ে পাল্টা আক্রমণ শুরু করে চেলসি। তবে লাভ হয়নি।

বিরতির পর ফ্ল্যামেঙ্গো গোছানো ফুটবল শুরু করে। ৬২তম মিনিটে ম্যাচে সমতা ফেরান বদলি নামা অভিজ্ঞ উইঙ্গার ব্রুনো এনহিকে। তিন মিনিট পরই চেলসিকে হতভম্ব করে এগিয়ে যায় ব্রাজিলের ক্লাবটি। কর্নার থেকে এনহিকের মাথা ছুঁয়ে আসা বল জালে পাঠান দানিলো। ৮৩তম মিনিটে ওয়ালাসে ইয়ানের গোল আবার উল্লাসে ভাসায় ফ্ল্যামেঙ্গোকে। এই গোলটিই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। হতাশায় ডুবতে হয় চেলসিকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত