শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

আপডেট : ২১ জুন ২০২৫, ১০:০৫ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জুলেখা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক মোটরসাইকেলটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

শনিবার (২১ জুন) সাড়ে ৬টার দিকে ওই উপজেলার জগন্নাথপুর ব্রীজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা খাতুন জগন্নাথপুর গ্রামের কলম আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী জানায়, সাড়ে ৬টার দিকে খালিশপুর বাজার থেকে ইজিবাইক যোগে নিজ গ্রামে ফিরছিলেন গৃহবধূ জুলেখা খাতুন। পথে কোটচাঁদপুর-জীবননগর সড়কের জগন্নাথপুর ব্রীজের কাছে তিনি নেমে রাস্তা পার হচ্ছিলেন। সেসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম রেজা জানান, হাসপাতালে আসার আগেই জুলেখা খাতুন মারা যান। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেয়ার আবেদন করছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, এঘটনায় মোটরসাইকেলটি আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত