কয়েক দশকের ছায়াযুদ্ধ থেকে সরে এসে সম্প্রতি প্রকাশ্য সংঘাতে জড়িয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান-ইসরায়েল। গতকাল শনিবার সংঘাত শুরুর নবম দিনেও একে অপরের হামলা অব্যাহত ছিল দুই দেশের। তবে ক্রমশ উত্তেজনা বাড়তে থাকা এই সংঘাত কপালের ভাঁজ বাড়িয়েছে বিশ্ব সম্প্রদায়ের। চলমান এই সংঘাতের প্রেক্ষাপটে গত শুক্রবার জরুরি বৈঠকে বসেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে সেখানে গঠনমূলক আলোচনা তো দূরের কথা, বৈঠকটি পরিণত হয়েছিল এক উত্তপ্ত বাদানুবাদের মঞ্চ। যেখানে ইরান ও তাদের মিত্র রাশিয়ার তীব্র বাক্যবাণে বিধ্বস্ত হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ ও সংঘাতের জন্য ইসরায়েল ও তার মিত্রদের অভিযোগের তীর ছিল ইরানের দিকে।
বৈঠকে দেওয়া বক্তৃতায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি ইসরায়েল ও তার মিত্রদের তেহরানে আগ্রাসনের সমর্থনে অতর্কিত হামলা এবং অস্তিত্বের হুমকির যুক্তিকে ‘সন্ত্রাসী রাষ্ট্রের অজুহাত’ বলে বর্ণনা করেন। আমির সাঈদ ইসরায়েলকে এমন একটি দেশ হিসেবে আখ্যা দেন, যারা নিরপরাধ মানুষ হত্যা করে ও অন্যান্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে। বক্তব্যের সময় ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন তিনি। জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরান ভুক্তভোগী সেজে নাটক করছে। তিনি ইরাভানিকে উদ্দেশ করে বলেন, আপনারা কী করে আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি পরিকল্পনার পরিণতি থেকে রক্ষা চাওয়ার সাহস করেন, যে পরিকল্পনা গণহত্যার জন্য তৈরি? যদিও নিজেদের দাবির সপক্ষে কখনোই কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি ইসরায়েল।
ব্যক্তিগত আক্রমণ ও দোষারোপে ভরা বৈঠকটিতে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দিকে আঙুল তুলে বলেন, ইরানের পারমাণবিক বোমা বানানোর কথা ভিত্তিহীন গুজব। এ গুজব ছড়িয়ে পশ্চিমারা আসলে ইসরায়েলি আগ্রাসনে সহযোগিতা করছে। এরা ভয়াবহ অস্ত্রের মতোই বিপজ্জনক। চীনের প্রতিনিধি ফু কং কিছুটা নমনীয় ভঙ্গিতে ইসরায়েলের হামলার নিন্দা ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। তবে আইএইএ বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কিছু বলেননি তিনি। তবে বৈঠকে চমকপ্রদ এক ঘটনার জন্ম দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত ডরোথি শে। মুখ ফসকে তিনি শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তোলেন। পরে অবশ্য সঙ্গে সঙ্গেই নিজ বক্তব্য সংশোধন করে তিনি বলেন, এই সংঘাতের জন্য ইরান দায়ী। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত ডরোথি শে বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে। পরে সঙ্গে সঙ্গে তিনি নিজ বক্তব্য সংশোধন করেন।
দুই দেশের চলমান এই সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিজ বক্তব্যে তিনি বলেন, ইরান বহুদিন ধরেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার চেষ্টা করছে না, এমন দাবি করে আসছে। তবে এ বিষয়ে একটি আস্থার ফাঁক রয়ে গেছে। গুতেরেস আরও বলেন, এ ফাঁক দূর করতে চাই কূটনীতি- একটি বিশ্বাসযোগ্য, বিস্তৃত ও যাচাইযোগ্য সমাধান; যার আওতায় আইএইএর পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
ইরান-ইসরায়েল সংঘাত : ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই মধ্যপ্রাচ্যকে তীব্র অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। সংঘাতের নবম দিনেও দুই পক্ষই সংঘাত দীর্ঘমেয়াদি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সঙ্গে ইরানে আগ্রাসনে যুক্তরাষ্ট্র যোগ দিলে তা হবে সবার জন্য বিপজ্জনক বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানের ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদনকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। চলমান সংঘাত বন্ধ করতে নানামুখী কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ফোনালাপ হয়েছে। এদিকে, রাজধানী তেহরানের পার্শ্ববর্তী কোম শহরে হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের ‘ফিলিস্তিন কোর’ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক অবকাঠামো লক্ষ্য করেও হামলা হয়েছে। তবে ইরানের পরমাণু অস্ত্রবিষয়ক গোয়েন্দা তথ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন ট্রাম্প ও তুলসী গ্যাবার্ড।
এদিকে যুক্তরাষ্ট্রের একাধিক বি-২ স্টেলথ বোমারু বিমান দেশটির পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এটি ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি, নাকি তেহরানের ওপর কূটনৈতিক চাপ তৈরির কৌশলতা স্পষ্ট নয়।
ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানে ইসরায়েলের যে আগ্রাসন, তাতে যুক্তরাষ্ট্রও যদি যুক্ত হয়, তাহলে তা সবার জন্যই খুবই বিপজ্জনক হবে। গতকাল শনিবার ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির এক সম্মেলনের সাইডলাইনে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন বলে জানিয়েছে আলজাজিরা। আরাঘচি বলেছেন, ‘কূটনীতিতে ফিরতে হলে আগে আগ্রাসন থামাতে হবে। আমার দেশের জনগণের ওপর যখন বোমা পড়ছে, যে বোমা হামলায় যুক্তরাষ্ট্রেরও সমর্থন রয়েছে, তখন তো আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে পারি না।’
আরাঘচি আরও বলেন, যুক্তরাষ্ট্র যে এই আগ্রাসনের শুরু থেকেই জড়িত ইরান এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। যুক্তরাষ্ট্র যে প্রথম দিন থেকেই জড়িত, তার অনেক ইঙ্গিত আছে। আর এখন তো ট্রাম্পের সাক্ষাৎকারে সব পরিষ্কার, তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার কথাই খোলামেলা বলছেন।
ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪৩০ : ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়
ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত ও সাড়ে ৩ হাজার আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল ইরানি গণমাধ্যম নুর নিউজ এজেন্সির বরাতে বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ১৩ জুন সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত ও সাড়ে ৩ হাজার আহত হয়েছে। কয়েক দিনের মধ্যে এটিই ইরানের পক্ষ থেকে জানানো হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা। এর আগে গত রবিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় অন্তত ২২৪ জন নিহত হয়েছে। তবে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি’ শুক্রবার জানিয়েছিল, বেসরকারিভাবে নিহতের সংখ্যা ৬৫৭।
ইস্পাহানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা : ইরানের ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী ভিডিও ও ছবি প্রকাশ করেছে। ইসরায়েল বলছে, ওই ছবি ও ভিডিওকে ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় চালানো হামলার প্রমাণ। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আবিচাই আদরায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ছবি ও ভিডিওর কথা উল্লেখ করে বলেন, এটাই ইস্পাহানের সেই পারমাণবিক স্থাপনা, যেখানে ইউরেনিয়াম রূপান্তর করা হয়। এটি পরমাণু অস্ত্র তৈরির পথের পরবর্তী ধাপ। ওই মুখপাত্র আরও জানান, ইসরায়েলের বিমানবাহিনী ওই কেন্দ্রীয় স্থাপনাসহ সেন্ট্রিফিউজ উৎপাদনের জন্য ব্যবহৃত ভবনগুলোয় হামলা চালিয়েছে। ইরানের পারমাণবিক প্রকল্পে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।
পেজেশকিয়ান মাখোঁর ফোনালাপ : ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধ করতে নানামুখী কূটনৈতিক তৎপরতা চলছে। এর অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ফোনালাপ হয়েছে। মাখোঁ জানান, ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আরও দ্রুততর করতে তিনি (ইরানের প্রেসিডেন্ট) সম্মত হয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে মাখোঁ লেখেন, ‘আমি জোর দিয়ে বলছি, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এটি ইরানের দায়িত্ব যে, তারা তাদের কর্মসূচি যে শান্তিপূর্ণ, সেটা প্রমাণে সব রকম নিশ্চয়তা দেবে।’ তিনি আরও বলেন, তিনি নিশ্চিত, এই যুদ্ধ থেকে উত্তরণের পথ আছে এবং বড় বিপর্যয় এড়ানো সম্ভব।
ইরানকে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত : পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ নেই। তিনি বলেছেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত। গতকাল স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে। আমরা এ বিষয়টি বহুবার ইসরায়েলি নেতৃত্বকে জানিয়েছি। তিনি আরও বলেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে।
কুদস ফোর্সের দুই কমান্ডারকে হত্যার দাবি
রাজধানী তেহরানের পার্শ্ববর্তী কোম শহরে হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের ‘ফিলিস্তিন কোর’ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়ে বিপ্লবী গার্ডস (আইআরজিসির) কুদস ফোর্সের কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করা হয়। ইজাদিকে হত্যা করা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও বিমানবাহিনীর বড় অর্জন বলে মন্তব্য করেন কাৎজ।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলে। ইসরায়েলের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছে। তবে নির্দিষ্ট কোন এলাকায় হামলা চালানো হচ্ছে, তা স্পষ্ট করা হয়নি। এর কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণে শব্দ শোনা যায় বলে জানিয়েছে আলজাজিরা। খুজেস্তান প্রদেশের আহভাজ শহর এবং মহশাহর বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের অন্তত ৪০টি ড্রোন ভূপাতিতের দাবি
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতরাতে ইরান থেকে ছোড়া প্রায় ৪০টি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগেই সেগুলো প্রতিহত করেছে। হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী প্রায় নিখুঁত প্রতিরক্ষাব্যবস্থা বজায় রাখা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার রাতে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া আনুমানিক ৪০টি ড্রোন ভূপাতিত করেছে বিমানবাহিনী। এ নিয়ে অভিযানের শুরু থেকে ৪৭০টিরও বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে, যার সফলতা প্রায় ৯৯ শতাংশ।
ইরান নিয়ে দ্বন্দ্বে ট্রাম্প-তুলসী গ্যাবার্ড
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড সম্পর্ক এক অস্বস্তিকর মোড়ে পৌঁছেছে। পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নিয়ে গ্যাবার্ডের দেওয়া একটি ভিডিওবার্তা ঘিরেই শুরু হয় এই উত্তেজনা। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ আগে গ্যাবার্ড জাপানের হিরোশিমায় তার সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহতা তুলে ধরেন এবং বলেন, ‘আমরা পারমাণবিক ধ্বংসের আরও কাছাকাছি অবস্থানে আছি। রাজনৈতিক অভিজাত ও যুদ্ধপিপাসুরা নিষ্ঠুরভাবে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ওই ভিডিওতে ক্ষুব্ধ হন এবং গ্যাবার্ড তিরস্কার করে বলেন, এভাবে মানুষের মধ্যে ভয় ছড়ানো উচিত নয়। প্রেসিডেন্টের মতে, এমন বিষয় প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্যে আলোচনা করা উচিত নয়।