সাতক্ষীরার শ্যামনগরে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে জামিলা খাতুন নামে সাত বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট কেওড়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি একই গ্রামের আব্দুল হামিদের মেয়ে।
পরিবারের বরাতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি হুমায়ুন কবির মোল্যা জানান, রোববার (২২ জুন) বিকেলে প্রতিবেশীর শিশু বাচ্চাদের সাথে বাড়ির উঠানে খেলছিল জামিলা। এসময় তার পিতা বাড়ির বাইরে ও মা গৃহস্থালীর কাজে ব্যস্ত ছিল।
একপর্যায়ে গোসলের জন্য জামিলা খুঁজতে যেয়ে পাশের পুকুরের মধ্যে ভাসতে দেখে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে জামিলাকে উদ্ধার করলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পার্শ্ববর্তী ধুমঘাট কেওড়াতলী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী ছিল সে।