বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রাজউক চেয়ারম্যান বললেন

পূর্বাচলে রাজউক কলেজের শাখা প্রতিষ্ঠার চেষ্টা করব

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:৪২ এএম

পূর্বাচল নতুন শহরে রাজউক উত্তরা মডেল কলেজের একটি শাখা খোলার জন্য প্রয়োজনীয় আলোচনা করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘পূর্বাচলে রাজউক কলেজের শাখা প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব, যেন উন্নতমানের শিক্ষাব্যবস্থাকে সবার কাছে পৌঁছে দেওয়া যায়।’

গতকাল রবিবার রাজউক উত্তরা মডেল কলেজের অডিটরিয়ামে শিক্ষা ও সহপাঠ বিষয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে প্রধান ‘বেস্ট অব দ্য বেস্ট’ (সেরাদের সেরা) পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো পেশাজীবী হওয়াটা শিক্ষার মুখ্য বিষয় নয়, বরং ভালো মানুষ হতে পারাতেই শিক্ষার্থীদের সার্থকতা। আজকে এখানে শুধু পড়াশোনা নয়, বরং কো-কারিকুলার ও এক্সট্রাকারিকুলার কর্মকা-ের ওপরও সেরাদের সেরা পুরস্কার দেওয়া হচ্ছে; যা শিক্ষার্থীদের আরও ভালো করতে অনুপ্রেরণা জোগাবে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যে কাজই করবেন, সর্বোত্তমভাবে তা করার চেষ্টা করবেন। ভালো মানুষ হওয়াটা, দেশপ্রেমিক হতে পারাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার উভয় জায়গা থেকেই শিক্ষার পরিবেশটা ভালো হলে আমরা একটি সুন্দর পরবর্তী প্রজন্ম রেখে যেতে পারব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত