দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা।
সোমবার দুপুর ১টায় দিনাজপুর ৪২ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় সীমান্তের ৩৩১ মেইন পিলারের ৮ সাব পিলারের ৩০০ গজ অভ্যন্তরে চালান দীঘিরপাড় থেকে তাদের আটক করা হয়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- উপজেলার নারইল গ্রামের ফয়জুল ইসলামের ছেলে জুবিয়ার ইসলাম (২৫), বেলবাস গ্রামের নারায়ন চন্দ্র রায়ের ছেলে অতীন চন্দ্র রায় (২০), বিরল উপজেলার বনগ্রামের মোনাই চন্দ্র রায়ের ছেলে দীপক চন্দ্র রায় ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (১৭)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় পরশ্বেরপুর বিওপি এলাকায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ওই ৪ যুবক। পরে বিজিবির পরমেশ্বরপুর বিওপির টহল টিম তাদের আটক করে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কাজের সন্ধানে ৩ থেকে ৪ মাস পূর্বে দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন করেছিল।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটকদের বিজিবি থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।