সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সংকট নিরসনে ভিসি চান কুয়েট শিক্ষকরা

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:৪৫ পিএম

টানা চার মাস বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন এবং হতাশ অভিভাবকরাও। তারা অবিলম্বে ক্লাস শুরুর দাবি জানান।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের এ অচলাবস্থা নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কুয়েট শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে একাডেমিক কার্যক্রম শুরুর অনুরোধ জানান। যার প্রেক্ষিতে সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণে শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন বলেন, সভায় শিক্ষকরা বিস্তারিত আলোচনা করেছেন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাইস-চ্যান্সেলর দরকার। ভিসি ছাড়া সকল সিদ্ধান্ত ও সংকট নিরসন কোনভাবেই সম্ভব না। তাই অচলাবস্থা নিরসনে দ্রুত ভিসি নিয়োগ দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এছাড়া শিক্ষকদের পূর্বের অবস্থান অপরিবর্তিত থাকবে। ক্লাস আপাতত চালু হচ্ছে না।

এদিকে সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রকল্যাণ কমিটি কুয়েট রেজিস্ট্রারের কাছে প্রশাসনিক কার্যক্রম দ্রুত চালু করতে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ১০১ তম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম চালু হওয়ার যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন হয়নি। আমরা সেশনজটে পড়েছি। সিন্ডিকেটের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত