ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির বিপক্ষে গোল করতে পারলে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদযাপন করবেন পালমেইরাসের ডিফেন্ডার মুরিলো। লিওনেল মেসির দলের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের ঘোষণায় জমে উঠেছে আলোচনার নতুন পর্ব।
রোনালদো বনাম মেসি—গত দুই দশক ধরে ফুটবলপ্রেমীদের মধ্যে এই বিতর্ক চলছে, চলবে আরও বহুদিন। তবে মুরিলোর কাছে কোনো বিতর্কই নেই। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, তিনি 'টিম সিআর৭'।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবারের গ্রুপ-এ ম্যাচের আগে মুরিলো বলেন, “আমি রোনালদোকে খুবই পছন্দ করি। ও খুবই পরিপূর্ণ একজন খেলোয়াড়। তার মনোভাব ইতিবাচক, এবং সবচেয়ে বড় বিষয়, ওর অনুশাসন। আমি সেটাকে খুব সম্মান করি। তার দৈনন্দিন রুটিন, শৃঙ্খলা, এটাই তাকে আলাদা করে তোলে।”
জিজ্ঞেস করা হলে, গোল করলে রোনালদোর মতো উদযাপন করবেন কি না—মুরিলো জবাব দেন, “হ্যাঁ, অবশ্যই করব ‘সিউ’।"
৪০ বছর বয়সী রোনালদো এবার ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছেন না। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৩৮ গোল করা এই পর্তুগিজ মহাতারকা reportedly আসন্ন মৌসুমের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টে অংশ নেননি। কিছুদিন আগেই তিনি পর্তুগালকে ইউরোপিয়ান নেশন্স লিগ জিতিয়ে নেতৃত্ব দিয়েছেন।
মেসির জার্সি নিতে চান না মুরিলো। তার ব্যাখ্যা, “এই লড়াইয়ে আমি যাব না। অনেকেই জার্সির জন্য অনুরোধ করবে। বরং ওকে ভালোভাবে মার্ক করলেই আমরা আমাদের কাজটা করতে পারব।”
তবে পালমেইরাসের আরেক ব্রাজিলিয়ান ফুটবলার ডিফেন্ডার ভান্দারলান পুরো উল্টো মত পোষণ করেন। তিনি বলেন, “আমি লুকাবো না, আমি ‘টিম মেসি’। ছোটবেলা থেকেই ওকে খেলতে দেখছি, খুব ভালো লাগে। তাই আমি মেসিকেই সমর্থন করি।”