দেশ জুড়ে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এর মধ্যে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। এরই মধ্যে স্মার্টকার্ড তার গুলশানের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।
গতকাল সোমবার নির্বাচন কমিশনের (ইসি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, সম্প্রতি ডা. জোবাইদা রহমানের ঠিকানায় স্মার্টকার্ড সরবরাহ করা হয়েছে। তিনি ভোটার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার ঠিকানায়। এতে স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানম-ি আবাসিক এলাকা।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানান, বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ডা. জোবাইদা রহমানকে ভোটার করতে তথ্য নেওয়া হয়। তবে ভোটার তালিকায় নাম উঠবে হালনাগাদ কার্যক্রম শেষ হলে।
এক-এগারো-পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় তারেক ও জোবায়দা যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন। ওই বছর ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন এই দম্পতি। এরপর তারা দেশে আসেননি, ভোটারও হননি।
গত ৬ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে আসেন। তার সঙ্গে জোবায়দাও দেশে আসেন। ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য গত ঈদুল আজহার আগে জোবায়দার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা। ৫ জুন জোবায়দা লন্ডনে ফিরে যান।