বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, বিমানবাহিনী তথা সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বিমানবাহিনী দেশ মাতৃকার মহান সেবায় সর্বদা সচেষ্ট রয়েছে। আকাশপথে সর্বদা নিজেদের প্রস্তুত রাখার পাশাপাশি দেশে-বিদেশে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
গতকাল সোমবার দুপুরে ফেনীর ছাগলনাইয়ায় হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ে বিমানবাহিনী কর্র্তৃক বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের আওতায় উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসান মাহমুদ খান বলেন, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় বিমানবাহিনী জরুরি ভিত্তিতে সাড়া দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। বন্যার প্রথম দিনে আমি হেলিকপ্টারযোগে এখানে এলেও কোথাও অবতরণ করার মতো জায়গা খুঁজে পাইনি। সেই সময় প্যারাসুটের মাধ্যমে বন্যাদুর্গতদের জন্য খাবারের প্যাকেট প্রদান করা হয়েছে। তারপর থেকে বন্যার্তদের জন্য নানা কাজ করা হয়েছে। সর্বশেষ স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিমানবাহিনী প্রয়োজনের ভিত্তিতে পুনর্বাসন কার্যক্রম শুরু করে।
বিমানবাহিনী সূত্র জানায়, ফেনীতে গেল বছরের স্মরণকালের ভয়াবহ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের আওতায় জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয়, রাস্তা-ঘাট, স্থাপনা নির্মাণ ও সংস্কার কার্যক্রম ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উন্নয়নমূলক কার্যক্রমগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করেছে ঢাকায় বিমানবাহিনী ঘাঁটি বাশার ও বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার।