রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জবির বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব হলের নাম পরিবর্তন

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৪:৫৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নাম পরিবর্তন করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। 

প্রকাশিত ওই আদেশে জানানো হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত (সিদ্ধান্ত নং ১২) অনুযায়ী ছাত্রী হলটির নতুন নামকরণ করা হয়েছে।

প্রসঙ্গত, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন উপমহাদেশের অন্যতম প্রথম নারী সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ, যিনি নারীর শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত