সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৩৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার সকালে তাদেরকে পুশইন করা হয়। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কারণে তাদেরকে আটক করেছে বিজিবি।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া গেছে তারা বাংলাদেশের নাগরিক। তবে দীর্ঘদিন ধরে তারা ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। সেখানকার পুলিশ তাদেরকে আটক করে বিএসএফ এর কাছে তুলে দেয়। এরপর বিএসএফ তাদেরকে সীমান্ত পথে ঠেলে পাঠিয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। ওই সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃত সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
এদিকে মঙ্গলবার সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। তাদেরকেও আটক করেছে বিজিবি। এই ২০ জনের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রামে ও ১ জনের বাড়ি পাবনায়।
বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।