গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান স্থল অভিযানে নিজেদের ছোঁড়া গুলিতে অন্তত ৩১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের ২৭ অক্টোবর গাজায় স্থল হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ‘অপারেশনাল দুর্ঘটনায়’ ৭২ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। এই পর্যন্ত গাজায় ইসরায়েলের স্থল অভিযানে মোট ৪৪০ সেনা প্রাণ হারিয়েছে। আর গত বছরের অক্টোবর থেকেই মারা গেছে মোট সংখ্যার প্রায় ১৬ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়, এই ৭২ জনের মধ্যে কেউ কেউ গোলাবারুদ বিস্ফোরণে, কেউ সাঁজোয়া যান চাপায়, আবার কেউ অজ্ঞাত গুলিতে নিহত হয়েছেন।
চলতি বছরের ১৮ মার্চ থেকে আবারও ইসরায়েলের হামলা শুরুর পর এখন পর্যন্ত ৩২ জন সেনা নিহত হয়েছে। এদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে অপারেশনাল দুর্ঘটনায়।
এছাড়া পাঁচ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন দুর্ঘটনায়, যেমন—উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া বা যন্ত্রপাতি ব্যবহারে ভুলের কারণে। এর একটি দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। তবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর এখন পর্যন্ত মোট ৮৮২ জন সেনা নিহত এবং ৬ হাজার ৩২ জন আহত হয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। এতে এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য বিভাগের মতে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও চলছে।