ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, যাদের দল এ যাবৎকালে ১০ শতাংশের বেশি ভোট পায়নি, যাদেরকে এখনো সাধারণ জনগণ মেনে নিতে পারেনি, তাড়া কিছু দলকে পুঁজি করে কৌশলে রাষ্ট্র ক্ষমতায় আশার দিবাস্বপ্ন দেখছে।
শনিবার বিকালে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবে চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠান শেষে দেশ রূপান্তরের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামান বলেন, জুলাই আগস্টে স্বৈরাচার আওয়ামী দেশ ত্যাগে বাধ্য হয়েছে। কারণ তাড়া অপরাধী। তাড়া নিজেরা তা জানতো। তাই দেশে তাদের কোনো সম্পদ নেই। দেশে ভেতরে লুটপাট চালিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। তাই তাড়া এখন দেশে আসেনা। কেনো তাড়া আসেনা, তাদের মধ্যে দেশপ্রেম নেই। তাদের ভেতর ছিল শুধু হিংসা, বিরোধী দলকে দমন পীড়ন ও জিয়া পরিবারকে কিভাবে শেষ করা যায় তাড়া সে কাজে ব্যস্ত ছিল। আজ তাদের কোনো অস্তিত্ব এখন খুঁজে পাবেন না। আরো ৫০ বছরে স্বৈরাচার আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিনা তা সন্দেহ আছে।
তিনি আরো বলেন, অতীতে একটি দল সবসময় ভুল করেছে। তাড়া এখনো ভুল পথে চলছে। আমার মনে হয় তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। তাদের উচিত বাস্তবতা মেনে নিয়ে একসাথে আগোনো। যদি তারা ভুল করে তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আর তাদের প্রবঞ্চনায় নতুন দল আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এ সুযোগ অন্য কোন দল কাজে লাগাতে পারে। তাই আমি অনুরোধ করব এমন কোন কিছু থেকে বিরত থাকুন।
তিনি আরো বলেন, সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের মত মেনে নিতে হবে এমনটা ভাবলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়। সংস্কার কোনো বাইবেল নয়। এটি চলমান প্রক্রিয়া। তাই মত প্রকাশের স্বাধীনতা দিন। নিঃসন্দেহে বিএনপির সংস্কার চায়। কিন্তু কোনো দলের চাপে পড়ে তা মেনে নেওয়ার সুযোগ নেই।
চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ধানমন্ডির মাঠে এই টুর্নামেন্টের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ সহ বিভিন্ন থানা ওয়ার্ড নেতাকর্মী উপস্থিত ছিলেন।