সাদা পোশাকে আরেক ব্যক্তিকে তুলে নেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | ৫ মে, ২০২০ ২৩:৩০
রাজধানীতে সাদা পোশাকে আরেক ব্যক্তিকে ব্যক্তিকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার মুশতাক আহমেদ নামে এক ব্যক্তিকে তুলে নেয়া হয় বলে তার পরিবার অভিযোগ করে।
এরপর ‘রাষ্ট্রচিন্তা’ নামে রাজনৈতিক একটি সংগঠনের সক্রিয় সদস্য দিদারুল ইসলাম ভুঁইয়াকে মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে তুলে নেয়া হয় বলে অভিযোগ করে পরিবার।
মুশতাকের আত্মীয় লীপা আক্তার বলেন, মুশতাক আহমেদ ফেইসবুকে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন। র্যাব-৩ এর সদস্য পরিচয় দিয়ে মুশতাককে তুলে নেয়া হয় এবং তার কম্পিউটারের সিপিইউ খুলে নেওয়া হয়েছে। মুশতাক আহমেদসহ (মাইকেল কুমির ঠাকুর) বিভিন্ন আইডি থেকে সাম্প্রতিক বিষয়াদী নিয়ে ফেইসবুকে সমালোচনামূলক পোস্ট দিতেন।
এদিকে দিদারের পরিবার জানায়, মঙ্গলবার দিদারকে নিয়ে যাওয়ার সময় সাদা পোশাকধারী ওই ব্যক্তিরা নিজেদের র্যাব-৩ এর সদস্য বলে পরিচয় দেন।
দিদারের ভগ্নিপতি জাকির চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যায় চ-৫১/১ উত্তর বাড্ডার বাসায় ইফতার তৈরির আয়োজন করছিলেন দিদার। এ সময় বাসার দরজায় নক করে র্যাব-৩ এর পরিচয় দেয় সাদা পোশাকে আসা কয়েকজন লোক। বাসার নিচে একটি মাইক্রোবাস দাঁড়ানো ছিল। দিদারকে নিয়ে যাওয়ার সময়ে তার স্ত্রী সন্তান কান্নাকাটি করলে লোকগুলো জানায়, ‘কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন।’
এ বিষয়ে র্যাব-৩ এর এএসপি জাফর দেশ রূপান্তরকে বলেন, এ নামে কাউকে র্যাব-৩ এ আনা হয়নি। এ ধরনের কোনো অভিযানের তথ্যও র্যাব-৩ এর কাছে নেই।
মুশতাক ও দিদার বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখায় যোগাযোগ করা হলে দায়িত্বশীল কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৫ মে, ২০২০ ২৩:৩০

রাজধানীতে সাদা পোশাকে আরেক ব্যক্তিকে ব্যক্তিকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার মুশতাক আহমেদ নামে এক ব্যক্তিকে তুলে নেয়া হয় বলে তার পরিবার অভিযোগ করে।
এরপর ‘রাষ্ট্রচিন্তা’ নামে রাজনৈতিক একটি সংগঠনের সক্রিয় সদস্য দিদারুল ইসলাম ভুঁইয়াকে মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে তুলে নেয়া হয় বলে অভিযোগ করে পরিবার।
মুশতাকের আত্মীয় লীপা আক্তার বলেন, মুশতাক আহমেদ ফেইসবুকে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন। র্যাব-৩ এর সদস্য পরিচয় দিয়ে মুশতাককে তুলে নেয়া হয় এবং তার কম্পিউটারের সিপিইউ খুলে নেওয়া হয়েছে। মুশতাক আহমেদসহ (মাইকেল কুমির ঠাকুর) বিভিন্ন আইডি থেকে সাম্প্রতিক বিষয়াদী নিয়ে ফেইসবুকে সমালোচনামূলক পোস্ট দিতেন।
এদিকে দিদারের পরিবার জানায়, মঙ্গলবার দিদারকে নিয়ে যাওয়ার সময় সাদা পোশাকধারী ওই ব্যক্তিরা নিজেদের র্যাব-৩ এর সদস্য বলে পরিচয় দেন।
দিদারের ভগ্নিপতি জাকির চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যায় চ-৫১/১ উত্তর বাড্ডার বাসায় ইফতার তৈরির আয়োজন করছিলেন দিদার। এ সময় বাসার দরজায় নক করে র্যাব-৩ এর পরিচয় দেয় সাদা পোশাকে আসা কয়েকজন লোক। বাসার নিচে একটি মাইক্রোবাস দাঁড়ানো ছিল। দিদারকে নিয়ে যাওয়ার সময়ে তার স্ত্রী সন্তান কান্নাকাটি করলে লোকগুলো জানায়, ‘কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন।’
এ বিষয়ে র্যাব-৩ এর এএসপি জাফর দেশ রূপান্তরকে বলেন, এ নামে কাউকে র্যাব-৩ এ আনা হয়নি। এ ধরনের কোনো অভিযানের তথ্যও র্যাব-৩ এর কাছে নেই।
মুশতাক ও দিদার বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখায় যোগাযোগ করা হলে দায়িত্বশীল কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।