ইউরোপে জেমসের সংগীতসফর
আল মাসিদ | ২৩ জুন, ২০২২ ০০:০০
দেশের মাটিতে নিয়মিত কনসার্টে অংশ নিয়ে ভক্ত-শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন নগর বাউল জেমস। বিদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত। এবার তাদের গান শোনাতে প্যারিস ও হল্যান্ড যাচ্ছেন জেমস। জানা গেছে, আগামী ২৬ জুন ফ্রান্সের রাজধানী প্যারিসের স্তা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ফ্রাঙ্কো-বাংলা ফ্রেন্ডশিপ কনসার্ট’-এ গাইবেন নগর বাউল জেমস। এই কনসার্ট শেষ করে পরদিন ২৭ জুন জেমস গাইবেন হল্যান্ডের আমস্টারডামের এক কনসার্টে। এ দুই কনসার্টে অংশ নেওয়ার জন্য ২৪ জুন ঢাকা ছাড়ছেন এই রকস্টার। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন। জেমস জানান, এর আগে সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে গান গাইতে প্যারিসে গিয়েছিলেন। সেই আয়োজনটি প্যারিসের বন নবেল মিলনায়তনে করা হয়েছিল। আর এবারই প্রথম হল্যান্ডে গাইতে যাচ্ছেন তিনি। আয়োজন নিয়ে কথা হয় জেমসের সঙ্গেও। তিনি বলেন, ‘প্যারিস ও হল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের সামনে গাইব। বরাবরই এমন আয়োজনে গাইতে ভালো লাগে। এবারও তেমন প্রত্যাশা নিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আয়োজন করে কোনো কিছু জানাতে ভালো লাগে না। ২০১৫ সালে প্যারিসে গান পরিবেশন করেছি। কিন্তু এবারই প্রথম হল্যান্ডে গাইব।’ জেমস জানান, এই সংগীতসফর শেষে জুলাই মাসের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরবেন তিনি। আপাতত এভাবেই দেশ ও দেশের বাইরের কনসার্টগুলো নিয়ে ব্যস্ত জেমস। ইউরোপ থেকে ফিরে এসে দেশেও বেশ কয়েকটি কনসার্ট করবেন তিনি। তবে এর বাইরে কোনো কাজের ব্যাপারে মুখ খুলতে চাননি তিনি।
এদিকে, গত এক যুগে হাতেগোনা কয়েকটি চলচ্চিত্রের গানে জেমসকে পাওয়া গেলেও পাওয়া যায়নি কোনো অডিওর গানে। এই না পাওয়াটা দিন, মাস ও বছরের হিসাবে ১২ বছরের বেশি। নতুন কোনো অ্যালবাম, নতুন কোনো অডিও গান কোথাও ছিলেন না বাংলাদেশি ব্যান্ড সংগীতের জনপ্রিয় জেমস। তবে এবার তিনি ফিরেছেন। গানে গানে এবার সবাইকে ‘আই লাভ ইউ’ বললেন বাংলাদেশি সংগীতের জনপ্রিয় এই ব্যান্ড তারকা। ঈদুল ফিতরের চাঁদরাতে প্রকাশিত হয় জেমসের আকাক্সিক্ষত গান ‘আই লাভ ইউ’। এই গান প্রকাশের খবরে ভক্তদের মধ্যে অন্য রকম এক উন্মাদনা তৈরি হয়েছিল। এই গানের কথা যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু শিকদার। গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা জেমসের। ড্রামস বাজিয়েছেন ফান্টি, কি-বোর্ড বাজিয়েছেন কাকন আর গিটারে ছিলেন রানা। মাউথ অর্গানে ছিলেন বাপ্পী ও বেস গিটারে ছিলেন শিমুল। জেমস বলেন, ‘অনেকদিন থেকেই আমার যারা কাছের মানুষ, আশপাশের মানুষ, বলছিলেন, ‘একটা নতুন গান করেন।’ আশপাশের মানুষের কথা এতদিন কানে নিইনি। কিন্তু কিছুদিন হলো আমার মাঠের বন্ধুরা, ময়দানের বন্ধুরা, আমার দর্শক-শ্রোতারা একেবারে দাবি করে বসেছিলেন যে এবার নতুন একটা গান লাগবেই। ঠিক সেই সময় বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে একটা আমন্ত্রণ আসে এবং তাদের সঙ্গে কাজ করার স্বাধীনতা পেয়ে আমি নতুন গান করা আবার শুরু করি। গানটি আমার সেই ভক্ত-শ্রোতাদের জন্য, যারা মাঠে যান, ময়দানে যান আমার জন্য।’
জেমসের গাওয়া ‘আই লাভ ইউ’ গানটি ভিডিওচিত্র সহকারে মুক্তি পায়। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। এতদিন পর নতুন গান উপহার দেওয়ার পর তা থেকে ভক্ত দর্শকের যে সাড়া পেয়েছেন তাতে মুগ্ধ জেমস। মাত্র তিন দিনে বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে গানটি দেখা হয় ১৯ লাখের বেশিবার। ১০ হাজারেরও বেশি মন্তব্য করে শ্রোতারা। এখন পর্যন্ত গানটির ইউটিউব ভিউ হয়েছে সাড়ে ৩ মিলিয়নের বেশি। এমন ভালোবাসায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেমস। নগরবাউল জেমসের সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘কাল যমুনা’, ২০০৯ সালে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছিল।
শেয়ার করুন
আল মাসিদ | ২৩ জুন, ২০২২ ০০:০০

দেশের মাটিতে নিয়মিত কনসার্টে অংশ নিয়ে ভক্ত-শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন নগর বাউল জেমস। বিদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত। এবার তাদের গান শোনাতে প্যারিস ও হল্যান্ড যাচ্ছেন জেমস। জানা গেছে, আগামী ২৬ জুন ফ্রান্সের রাজধানী প্যারিসের স্তা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ফ্রাঙ্কো-বাংলা ফ্রেন্ডশিপ কনসার্ট’-এ গাইবেন নগর বাউল জেমস। এই কনসার্ট শেষ করে পরদিন ২৭ জুন জেমস গাইবেন হল্যান্ডের আমস্টারডামের এক কনসার্টে। এ দুই কনসার্টে অংশ নেওয়ার জন্য ২৪ জুন ঢাকা ছাড়ছেন এই রকস্টার। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন। জেমস জানান, এর আগে সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে গান গাইতে প্যারিসে গিয়েছিলেন। সেই আয়োজনটি প্যারিসের বন নবেল মিলনায়তনে করা হয়েছিল। আর এবারই প্রথম হল্যান্ডে গাইতে যাচ্ছেন তিনি। আয়োজন নিয়ে কথা হয় জেমসের সঙ্গেও। তিনি বলেন, ‘প্যারিস ও হল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের সামনে গাইব। বরাবরই এমন আয়োজনে গাইতে ভালো লাগে। এবারও তেমন প্রত্যাশা নিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আয়োজন করে কোনো কিছু জানাতে ভালো লাগে না। ২০১৫ সালে প্যারিসে গান পরিবেশন করেছি। কিন্তু এবারই প্রথম হল্যান্ডে গাইব।’ জেমস জানান, এই সংগীতসফর শেষে জুলাই মাসের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরবেন তিনি। আপাতত এভাবেই দেশ ও দেশের বাইরের কনসার্টগুলো নিয়ে ব্যস্ত জেমস। ইউরোপ থেকে ফিরে এসে দেশেও বেশ কয়েকটি কনসার্ট করবেন তিনি। তবে এর বাইরে কোনো কাজের ব্যাপারে মুখ খুলতে চাননি তিনি।
এদিকে, গত এক যুগে হাতেগোনা কয়েকটি চলচ্চিত্রের গানে জেমসকে পাওয়া গেলেও পাওয়া যায়নি কোনো অডিওর গানে। এই না পাওয়াটা দিন, মাস ও বছরের হিসাবে ১২ বছরের বেশি। নতুন কোনো অ্যালবাম, নতুন কোনো অডিও গান কোথাও ছিলেন না বাংলাদেশি ব্যান্ড সংগীতের জনপ্রিয় জেমস। তবে এবার তিনি ফিরেছেন। গানে গানে এবার সবাইকে ‘আই লাভ ইউ’ বললেন বাংলাদেশি সংগীতের জনপ্রিয় এই ব্যান্ড তারকা। ঈদুল ফিতরের চাঁদরাতে প্রকাশিত হয় জেমসের আকাক্সিক্ষত গান ‘আই লাভ ইউ’। এই গান প্রকাশের খবরে ভক্তদের মধ্যে অন্য রকম এক উন্মাদনা তৈরি হয়েছিল। এই গানের কথা যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু শিকদার। গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা জেমসের। ড্রামস বাজিয়েছেন ফান্টি, কি-বোর্ড বাজিয়েছেন কাকন আর গিটারে ছিলেন রানা। মাউথ অর্গানে ছিলেন বাপ্পী ও বেস গিটারে ছিলেন শিমুল। জেমস বলেন, ‘অনেকদিন থেকেই আমার যারা কাছের মানুষ, আশপাশের মানুষ, বলছিলেন, ‘একটা নতুন গান করেন।’ আশপাশের মানুষের কথা এতদিন কানে নিইনি। কিন্তু কিছুদিন হলো আমার মাঠের বন্ধুরা, ময়দানের বন্ধুরা, আমার দর্শক-শ্রোতারা একেবারে দাবি করে বসেছিলেন যে এবার নতুন একটা গান লাগবেই। ঠিক সেই সময় বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে একটা আমন্ত্রণ আসে এবং তাদের সঙ্গে কাজ করার স্বাধীনতা পেয়ে আমি নতুন গান করা আবার শুরু করি। গানটি আমার সেই ভক্ত-শ্রোতাদের জন্য, যারা মাঠে যান, ময়দানে যান আমার জন্য।’
জেমসের গাওয়া ‘আই লাভ ইউ’ গানটি ভিডিওচিত্র সহকারে মুক্তি পায়। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। এতদিন পর নতুন গান উপহার দেওয়ার পর তা থেকে ভক্ত দর্শকের যে সাড়া পেয়েছেন তাতে মুগ্ধ জেমস। মাত্র তিন দিনে বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে গানটি দেখা হয় ১৯ লাখের বেশিবার। ১০ হাজারেরও বেশি মন্তব্য করে শ্রোতারা। এখন পর্যন্ত গানটির ইউটিউব ভিউ হয়েছে সাড়ে ৩ মিলিয়নের বেশি। এমন ভালোবাসায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেমস। নগরবাউল জেমসের সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘কাল যমুনা’, ২০০৯ সালে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছিল।