ওমরাহ করতে পারবেন টিকা নেওয়া বিদেশিরা
অনলাইন ডেস্ক | ৮ আগস্ট, ২০২১ ১৩:০৭
করোনাভাইরাসের (কভিড-১৯) পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র ওমরাহ চালু করছে সৌদি আরব।
রবিবার সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে রয়টার্স ও আলজাজিরা এ কথা জানিয়েছে।
আগামী ৯ আগস্ট থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন গ্রহণ শুরু করবে সৌদি আরব।
করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর ধরে বিদেশি মুসল্লিদের জন্য ওমরাহ পালন বন্ধ ছিল। টিকা নেওয়ার শর্তে এবার ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত হলো।
সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ওমরাহর আবেদনে সৌদি আরব অনুমোদিত করোনার টিকা গ্রহণের সনদ যুক্ত করতে হবে। সৌদির অভ্যন্তরীণ মুসল্লিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
করোনা মহামারীর মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজ পালন বন্ধ রেখেছিল সৌদি আরব। শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারীরা হজ করার সুযোগ পেয়েছেন।
এর আগে পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি পর্যটকদের জন্য ১ আগস্ট থেকে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সৌদি আরব।
সৌদি আরবে এখন পর্যন্ত ৫ লাখ ৩২ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮ হাজার ৩০০ জনের বেশি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৮ আগস্ট, ২০২১ ১৩:০৭

করোনাভাইরাসের (কভিড-১৯) পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র ওমরাহ চালু করছে সৌদি আরব।
রবিবার সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে রয়টার্স ও আলজাজিরা এ কথা জানিয়েছে।
আগামী ৯ আগস্ট থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন গ্রহণ শুরু করবে সৌদি আরব।
করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর ধরে বিদেশি মুসল্লিদের জন্য ওমরাহ পালন বন্ধ ছিল। টিকা নেওয়ার শর্তে এবার ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত হলো।
সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ওমরাহর আবেদনে সৌদি আরব অনুমোদিত করোনার টিকা গ্রহণের সনদ যুক্ত করতে হবে। সৌদির অভ্যন্তরীণ মুসল্লিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
করোনা মহামারীর মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজ পালন বন্ধ রেখেছিল সৌদি আরব। শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারীরা হজ করার সুযোগ পেয়েছেন।
এর আগে পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি পর্যটকদের জন্য ১ আগস্ট থেকে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সৌদি আরব।
সৌদি আরবে এখন পর্যন্ত ৫ লাখ ৩২ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮ হাজার ৩০০ জনের বেশি।