কাজলের কৌশল
শোভন সাহা | ২২ জানুয়ারি, ২০২২ ০০:০০
নানা রঙের কাজলে সেজে ওঠে মেয়েদের চোখ। কিন্তু কাজল ব্যবহারেরও নানা নিয়ম জানতে হয় । কাজল দেওয়ার কৌশল জানালেন শোভন মেকওভারের শোভন সাহা
কীভাবে দেবেন
কাজল দেওয়ার শুরুতেই মুখ পরিষ্কার করে নিন। তৈলাক্ত ত্বক যাদের, তাদের এটা করতেই হবে। যাদের চোখে ফোলা ফোলা ভাব বা রিঙ্কেলস রয়েছে, তারা চেষ্টা করবেন রাতে আই ক্রিম ব্যবহার করতে।
তৈলাক্ত ত্বকে কাজল ছড়িয়ে যায়। তাই যাদের তৈলাক্ত ত্বক তারা আই প্রাইমার ব্যবহার করবেন। প্রাইমার আমাদের ত্বকের ওপেন পোরস থেকে সেবামের প্রোডাকশন কন্ট্রোল করে। তাই কাজল ছড়িয়ে পড়ে না। এর ফলে কাজল দিলে সুন্দরভাবে বসে এবং দীর্ঘসময় থাকে।
কাজল দেওয়ার আগে চোখের বেইজ তৈরি করে নিন। না হলে চোখ মলিন ও ক্লান্ত দেখাবে। কাজল ফুটিয়ে তুলতে লাইট কভারেজের কনসিলার দিন।
কাজল দীর্ঘসময় রাখতে এবং এই স্টিকি ভাব কমাতে অবশ্যই লুজ পাউডার বা প্রেসড পাউডার দিয়ে চোখের ক্রিজ এবং নিচের জায়গা সেট করে নিন। চেহারায় গ্লোয়ি ভাব ফুটে উঠবে। চোখে কাজল দিলেও ফুটে উঠবে।
যাদের তৈলাক্ত ত্বক, তাদের ওয়াটার লাইনে কাজল না দেওয়াই ভালো। যদি লাগাতেই হয়, তবে চেষ্টা করতে হবে ভালো ব্র্যান্ড-এর ওয়াটার প্রুফ কাজল দিতে।
সারাদিন কাজল দিয়ে রাখতে চাইলে সবশেষে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিন। অবশ্যই চোখ বন্ধ করে মুখে স্প্রে করবেন। এতে বেইজ মেকআপ নষ্ট হবে না আর কাজল ছড়িয়ে যাবে না।
কোন চোখে কেমন কাজল
গোলাকার চোখ : এ ধরনের চোখে ওপরের পাতায় একেবারে কর্নার থেকে শুরু না করে একটু সরে এসে কাজল দেওয়া ভালো। চোখের বাইরের কিনারায় এসে কাজল মোটা করে এঁকে দিবেন। এবং চোখের নিচের পাতার মাঝামাঝি থেকে কাজল দিয়ে চোখের শেষ কিনারায় এসে মিলিয়ে নিন।
আমন্ড আকৃতি : সামনে একটু চোখা এবং শেষ কিনারার একটু আগে মোটা গড়নের চোখের আকৃতি হলে চোখের ভেতরের কর্নার থেকে কাজল দেওয়া শুরু করবেন । পুরো চোখের কার্ভ পারফেক্ট করে ঠিক করার জন্য যতটা মোটা করে কাজল দেওয়া প্রয়োজন। চোখের শেষ কিনারায় গিয়ে একটু বেশি মোটা করে টেনে দেবেন কাজল। চোখের ওপর এবং নিচের পাতায় কাজল দিয়ে কার্ভ ঠিক রাখুন।
কোটর গভীরে হলে : চোখের কোটর একটু গভীরে হলে চোখ ছোট দেখায়। চোখের ওপরের পাতার মাঝামাঝি থেকে যতটা সম্ভব চিকন করে কাজল দিন। এবং চোখের নিচের পাতার পাপড়ির নিচ দিয়ে চিকন করে কাজল টেনে নিন।
চোখের ওপরের পাতা ফোলা : চাইনিজ, জাপানিজদের মতো চোখের আকৃতি হলে চোখের ওপরের পাতার কিনার থেকে চিকন করে কাজল টেনে চোখের পাতার শেষ কিনারে মোটা করে কাজল দিন। চোখের নিচের পাতায় একেবারেই কাজল দেবেন না।
শেয়ার করুন
শোভন সাহা | ২২ জানুয়ারি, ২০২২ ০০:০০

নানা রঙের কাজলে সেজে ওঠে মেয়েদের চোখ। কিন্তু কাজল ব্যবহারেরও নানা নিয়ম জানতে হয় । কাজল দেওয়ার কৌশল জানালেন শোভন মেকওভারের শোভন সাহা
কীভাবে দেবেন
কাজল দেওয়ার শুরুতেই মুখ পরিষ্কার করে নিন। তৈলাক্ত ত্বক যাদের, তাদের এটা করতেই হবে। যাদের চোখে ফোলা ফোলা ভাব বা রিঙ্কেলস রয়েছে, তারা চেষ্টা করবেন রাতে আই ক্রিম ব্যবহার করতে।
তৈলাক্ত ত্বকে কাজল ছড়িয়ে যায়। তাই যাদের তৈলাক্ত ত্বক তারা আই প্রাইমার ব্যবহার করবেন। প্রাইমার আমাদের ত্বকের ওপেন পোরস থেকে সেবামের প্রোডাকশন কন্ট্রোল করে। তাই কাজল ছড়িয়ে পড়ে না। এর ফলে কাজল দিলে সুন্দরভাবে বসে এবং দীর্ঘসময় থাকে।
কাজল দেওয়ার আগে চোখের বেইজ তৈরি করে নিন। না হলে চোখ মলিন ও ক্লান্ত দেখাবে। কাজল ফুটিয়ে তুলতে লাইট কভারেজের কনসিলার দিন।
কাজল দীর্ঘসময় রাখতে এবং এই স্টিকি ভাব কমাতে অবশ্যই লুজ পাউডার বা প্রেসড পাউডার দিয়ে চোখের ক্রিজ এবং নিচের জায়গা সেট করে নিন। চেহারায় গ্লোয়ি ভাব ফুটে উঠবে। চোখে কাজল দিলেও ফুটে উঠবে।
যাদের তৈলাক্ত ত্বক, তাদের ওয়াটার লাইনে কাজল না দেওয়াই ভালো। যদি লাগাতেই হয়, তবে চেষ্টা করতে হবে ভালো ব্র্যান্ড-এর ওয়াটার প্রুফ কাজল দিতে।
সারাদিন কাজল দিয়ে রাখতে চাইলে সবশেষে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিন। অবশ্যই চোখ বন্ধ করে মুখে স্প্রে করবেন। এতে বেইজ মেকআপ নষ্ট হবে না আর কাজল ছড়িয়ে যাবে না।
কোন চোখে কেমন কাজল
গোলাকার চোখ : এ ধরনের চোখে ওপরের পাতায় একেবারে কর্নার থেকে শুরু না করে একটু সরে এসে কাজল দেওয়া ভালো। চোখের বাইরের কিনারায় এসে কাজল মোটা করে এঁকে দিবেন। এবং চোখের নিচের পাতার মাঝামাঝি থেকে কাজল দিয়ে চোখের শেষ কিনারায় এসে মিলিয়ে নিন।
আমন্ড আকৃতি : সামনে একটু চোখা এবং শেষ কিনারার একটু আগে মোটা গড়নের চোখের আকৃতি হলে চোখের ভেতরের কর্নার থেকে কাজল দেওয়া শুরু করবেন । পুরো চোখের কার্ভ পারফেক্ট করে ঠিক করার জন্য যতটা মোটা করে কাজল দেওয়া প্রয়োজন। চোখের শেষ কিনারায় গিয়ে একটু বেশি মোটা করে টেনে দেবেন কাজল। চোখের ওপর এবং নিচের পাতায় কাজল দিয়ে কার্ভ ঠিক রাখুন।
কোটর গভীরে হলে : চোখের কোটর একটু গভীরে হলে চোখ ছোট দেখায়। চোখের ওপরের পাতার মাঝামাঝি থেকে যতটা সম্ভব চিকন করে কাজল দিন। এবং চোখের নিচের পাতার পাপড়ির নিচ দিয়ে চিকন করে কাজল টেনে নিন।
চোখের ওপরের পাতা ফোলা : চাইনিজ, জাপানিজদের মতো চোখের আকৃতি হলে চোখের ওপরের পাতার কিনার থেকে চিকন করে কাজল টেনে চোখের পাতার শেষ কিনারে মোটা করে কাজল দিন। চোখের নিচের পাতায় একেবারেই কাজল দেবেন না।