বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২১
সাকিবের রাজসিক ফেরায় রঙিন বাংলাদেশ
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২১ ১৭:৪৩
ছবি: নাজমুল হক বাপ্পি
নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন প্রবল দাপটে। এই অলরাউন্ডারের বোলিং ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজরে ব্যাটিং লাইনআপ। ম্যাচটা ছিল বাংলাদেশেরও ফেরার। সাকিবের রাজসিক প্রত্যাবর্তনের দিনে করোনা বিরতি কাটিয়ে ক্রিকেটে বাংলাদেশের সেই ফেরাটাও হলো রঙিন এক জয়ে।
বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
বোলিংয়ে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাট হাতে ১৯ রান করেছেন সাকিব। প্রায় ১৬ মাস পর ফিরেই তিনি ম্যাচসেরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল লো-স্কোরিং। বাংলাদেশ ১২৩ রানের লক্ষ্য পেরোতে হেঁটেছে সাবধানী পথে। ৩৩.৫ ওভারে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
টস হেরে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা ৩২.২ ওভারে গুটিয়ে যায় ১২২ রানে। কাইল মেয়ার্স সর্বোচ্চ ৪০ ও রভম্যান পাওয়েল ২৮ রান করেন।
সাকিব ৭.২ ওভার বল করে মাত্র ৮ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। উজ্জ্বল ছিলেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। ৬ ওভার বল করে যিনি ২৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। তাতেই তারুণ্য নির্ভর ক্যারিবীয়দের ব্যাটিং ডানা মেলতে পারেনি। মোস্তাফিজুর রহমান ২টি ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ১ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস দলকে এনে দেন সাবধানী শুরু। তাতে সহজ জয়ে অনেকটাই এগিয়ে যায় স্বাগতিকেরা।
লিটন অবশ্য ফিরে যান জুটির ফিফটি হওয়ার আগে। ১৪তম ওভারে দলীয় ৪৭ রানে লিটনকে বোল্ড করে ফেরান আকিয়াল হোসেন। ৩৮ বলে ২ চারে ১৪ রান করেন লিটন। তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হন।
৯ বলে ১ রান করে আকিয়াল হোসেনের বলে মিড উইকেটে জেসন মোহাম্মদের হাতে ক্যাচ হন শান্ত। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা।
এরপর তামিমের সঙ্গে জুটি বাঁধেন সাকিব। তামিম ফিফটির আশা জাগিয়ে ফিরে যান ৪৪ রানে। জেসন মোহাম্মদের শিকার হওয়ার আগে ৬৯ বলে ৭ চারে নিজের ইনিংস সাজান তিনি।
এরপর সাকিব ফেরেন ৪৩ বলে ১৯ রান করে। তাকে শিকার বানান সেই আকিয়াল। ম্যাচে মোট ৩ শিকার এই বাঁ-হাতি স্পিনারের।
এরপর মুশফিকর রহিম (১৯*) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৯*) জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
করোনা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ দলের এটি তৃতীয় সিরিজ। বাংলাদেশে তারা এসেছে এক ঝাঁক তারকা ক্রিকেটার ছাড়াই। সেই দলের বিপক্ষে বাংলাদেশের এই জয়টা আসলে প্রত্যাশিতই ছিল। তবে করোনার দীর্ঘ বিরতি, নিউ নরমাল ক্রিকেট, সবমিলে চ্যালেঞ্জটাও কম ছিল না। প্রথম পরীক্ষায় যে চ্যালেঞ্জ উতরে গেল টাইগাররা।
শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২১ ১৭:৪৩

নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন প্রবল দাপটে। এই অলরাউন্ডারের বোলিং ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজরে ব্যাটিং লাইনআপ। ম্যাচটা ছিল বাংলাদেশেরও ফেরার। সাকিবের রাজসিক প্রত্যাবর্তনের দিনে করোনা বিরতি কাটিয়ে ক্রিকেটে বাংলাদেশের সেই ফেরাটাও হলো রঙিন এক জয়ে।
বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
বোলিংয়ে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাট হাতে ১৯ রান করেছেন সাকিব। প্রায় ১৬ মাস পর ফিরেই তিনি ম্যাচসেরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল লো-স্কোরিং। বাংলাদেশ ১২৩ রানের লক্ষ্য পেরোতে হেঁটেছে সাবধানী পথে। ৩৩.৫ ওভারে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
টস হেরে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা ৩২.২ ওভারে গুটিয়ে যায় ১২২ রানে। কাইল মেয়ার্স সর্বোচ্চ ৪০ ও রভম্যান পাওয়েল ২৮ রান করেন।
সাকিব ৭.২ ওভার বল করে মাত্র ৮ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। উজ্জ্বল ছিলেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। ৬ ওভার বল করে যিনি ২৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। তাতেই তারুণ্য নির্ভর ক্যারিবীয়দের ব্যাটিং ডানা মেলতে পারেনি। মোস্তাফিজুর রহমান ২টি ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ১ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস দলকে এনে দেন সাবধানী শুরু। তাতে সহজ জয়ে অনেকটাই এগিয়ে যায় স্বাগতিকেরা।
লিটন অবশ্য ফিরে যান জুটির ফিফটি হওয়ার আগে। ১৪তম ওভারে দলীয় ৪৭ রানে লিটনকে বোল্ড করে ফেরান আকিয়াল হোসেন। ৩৮ বলে ২ চারে ১৪ রান করেন লিটন। তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হন।
৯ বলে ১ রান করে আকিয়াল হোসেনের বলে মিড উইকেটে জেসন মোহাম্মদের হাতে ক্যাচ হন শান্ত। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা।
এরপর তামিমের সঙ্গে জুটি বাঁধেন সাকিব। তামিম ফিফটির আশা জাগিয়ে ফিরে যান ৪৪ রানে। জেসন মোহাম্মদের শিকার হওয়ার আগে ৬৯ বলে ৭ চারে নিজের ইনিংস সাজান তিনি।
এরপর সাকিব ফেরেন ৪৩ বলে ১৯ রান করে। তাকে শিকার বানান সেই আকিয়াল। ম্যাচে মোট ৩ শিকার এই বাঁ-হাতি স্পিনারের।
এরপর মুশফিকর রহিম (১৯*) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৯*) জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
করোনা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ দলের এটি তৃতীয় সিরিজ। বাংলাদেশে তারা এসেছে এক ঝাঁক তারকা ক্রিকেটার ছাড়াই। সেই দলের বিপক্ষে বাংলাদেশের এই জয়টা আসলে প্রত্যাশিতই ছিল। তবে করোনার দীর্ঘ বিরতি, নিউ নরমাল ক্রিকেট, সবমিলে চ্যালেঞ্জটাও কম ছিল না। প্রথম পরীক্ষায় যে চ্যালেঞ্জ উতরে গেল টাইগাররা।
শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।