অস্ট্রেলিয়ান ওপেন
শেষ আটে নাদাল, আজারেঙ্কার বিদায়
অনলাইন ডেস্ক | ২৩ জানুয়ারি, ২০২২ ১৩:২২
আদ্রিয়ান মান্নারিনোর বিপক্ষে সরাসরি সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। ২ ঘণ্টা ৪০ মিনিটের লড়াইয়ে ৭-৬ (১৬-১৪), ৬-২ ও ৬-২ গেমে জিতেছেন ৩৫ বছর বয়সী স্পেনিয়ার্ড।
তার মধ্যে প্রথম সেটে ২৮ মিনিটের এক মহাকাব্যিক টাই-ব্রেক জেতেন নাদাল। এই জয়ে পঞ্চম বাছাইয়ের প্রথম সেট পয়েন্ট দাঁড়ায় ৭। এই টাই-ব্রেকের পরই চোটের সঙ্গে লড়াই করে পরের দুই সেট খেলেন মান্নারিনো। তবে তাতে তেমন লড়াই করতে পারেননি ফরাসি তারকা।
শেষ আটে নাদাল মুখোমুখি হবেন তৃতীয় বাছাই জার্মানির আলেক্সান্দার জাভেরভ বা ডেনিস শাপোভালভের। এবারের অস্ট্রেলিয়ান ওপেন জিতলে রজার ফেদেরার ও নোভাক জকোভিচকে টপকে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যামের মালিক হবেন তিনি।
তবে মেয়েদের এককে আরেকটি নক্ষত্র পতন ঘটেছে। বারবোরা ক্রেচিকোভার কাছে হেরে গেছেন সাবেক চ্যাম্পিয়ন ভিক্তোরিয়া আজারেঙ্কা। অন্যদিকে জেসিকা পেগুলার বিপক্ষে চতুর্থ রাউন্ডে হেরে গেছেন পঞ্চম বাছাই মারিয়া সাক্কারি।
২০১২ ও ২০১৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী আজারেঙ্কা ৬-২ ও ৬-২ গেমে হেরেছেন ফ্রেঞ্চ ওপেনজয়ী ক্রেচিকোভার বিপক্ষে। গ্রিসের সাক্কারি ৭-৬ (৭-০) ও ৬-৩ গেমে হেরেছেন মেলবোর্ন পার্কের সাবেক কোয়ার্টার-ফাইনালিস্ট পেগুলার বিপক্ষে।
নাদাল মেলবোর্নে একমাত্র শিরোপাটি জেতেন ২০০৯ সালে। আজারেঙ্কার বিদায় মানে হলো এবারের আসরে চ্যাম্পিয়নদের মধ্যে কেবল এই স্প্যানিশ তারকাই টিকে রইলেন।
???? Don’t tell anyone…
???????? @RafaelNadal is into his 14th #AusOpen quarterfinal!
The world No.5 defeats Adrian Mannarino 7-6(14) 6-2 6-2 in two hours and 40 minutes.
????: @wwos • @espn • @Eurosport • @wowowtennis
#AO2022 pic.twitter.com/oT0E9u590g
— #AusOpen (@AustralianOpen) January 23, 2022
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ জানুয়ারি, ২০২২ ১৩:২২

আদ্রিয়ান মান্নারিনোর বিপক্ষে সরাসরি সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। ২ ঘণ্টা ৪০ মিনিটের লড়াইয়ে ৭-৬ (১৬-১৪), ৬-২ ও ৬-২ গেমে জিতেছেন ৩৫ বছর বয়সী স্পেনিয়ার্ড।
তার মধ্যে প্রথম সেটে ২৮ মিনিটের এক মহাকাব্যিক টাই-ব্রেক জেতেন নাদাল। এই জয়ে পঞ্চম বাছাইয়ের প্রথম সেট পয়েন্ট দাঁড়ায় ৭। এই টাই-ব্রেকের পরই চোটের সঙ্গে লড়াই করে পরের দুই সেট খেলেন মান্নারিনো। তবে তাতে তেমন লড়াই করতে পারেননি ফরাসি তারকা।
শেষ আটে নাদাল মুখোমুখি হবেন তৃতীয় বাছাই জার্মানির আলেক্সান্দার জাভেরভ বা ডেনিস শাপোভালভের। এবারের অস্ট্রেলিয়ান ওপেন জিতলে রজার ফেদেরার ও নোভাক জকোভিচকে টপকে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যামের মালিক হবেন তিনি।
তবে মেয়েদের এককে আরেকটি নক্ষত্র পতন ঘটেছে। বারবোরা ক্রেচিকোভার কাছে হেরে গেছেন সাবেক চ্যাম্পিয়ন ভিক্তোরিয়া আজারেঙ্কা। অন্যদিকে জেসিকা পেগুলার বিপক্ষে চতুর্থ রাউন্ডে হেরে গেছেন পঞ্চম বাছাই মারিয়া সাক্কারি।
২০১২ ও ২০১৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী আজারেঙ্কা ৬-২ ও ৬-২ গেমে হেরেছেন ফ্রেঞ্চ ওপেনজয়ী ক্রেচিকোভার বিপক্ষে। গ্রিসের সাক্কারি ৭-৬ (৭-০) ও ৬-৩ গেমে হেরেছেন মেলবোর্ন পার্কের সাবেক কোয়ার্টার-ফাইনালিস্ট পেগুলার বিপক্ষে।
নাদাল মেলবোর্নে একমাত্র শিরোপাটি জেতেন ২০০৯ সালে। আজারেঙ্কার বিদায় মানে হলো এবারের আসরে চ্যাম্পিয়নদের মধ্যে কেবল এই স্প্যানিশ তারকাই টিকে রইলেন।
???? Don’t tell anyone…
— #AusOpen (@AustralianOpen) January 23, 2022
???????? @RafaelNadal is into his 14th #AusOpen quarterfinal!
The world No.5 defeats Adrian Mannarino 7-6(14) 6-2 6-2 in two hours and 40 minutes.
????: @wwos • @espn • @Eurosport • @wowowtennis
#AO2022 pic.twitter.com/oT0E9u590g