গাজা উপকূলে এক ফিলিস্তিনি জেলেকে গুলি করে হত্যা করেছে মিশরীয় নৌবাহিনী। গাজায় ইসরায়েল ও মিশরের সর্বাত্মক অবরোধের মধ্যেই এই হত্যার ঘটনা ঘটল।
বুধবার ফিলিস্তিনি জেলেদের ইউনিয়ন জানায়, ৩২ বছর বয়সী হায়দার আবু উদেহ রাফার দক্ষিণ গাজা উপকূলীয় এলাকায় নৌকা দিয়ে মাছ ধরছিলেন। এসময় তিনি মিশরের সমুদ্রসীমার কাছাকাছি চলে গিয়েছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
হামাসের এক নিরাপত্তা সূত্রে জানা গেছে, সাত্তি শরণার্থী ক্যাম্পের অধিবাসী আবু উদেহর মাছধরা নৌকার দিকে মিশরের নৌবাহিনীর সদস্যরা গুলি চালালে তিনি আহত হন।
এসময় তাকে আরেক জেলে তার নৌকাতে তুলে তীরে নিয়ে আসেন। রাফা বিচে আনার অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান বলে ওই সূত্র জানায়।
তবে কায়রো সেনা কর্তৃপক্ষের একটি সূত্র এ ঘটনার কথা অস্বীকার করেছে। তারা এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি বলে জানিয়েছে ডেইলি সাবাহ।