বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

গ্রিজমানের কাছে ব্যালন ডি’অরের চেয়ে বিশ্বকাপ বড়

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৭ পিএম

অঁতোয়ান গ্রিজমানের কাছে বিশ্বকাপ জেতা বিশাল কিছু। তাই বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিততে না পারলেও খুব একটা আফসোস নেই ফরাসি এই ফরোয়ার্ডের।

এবারের ব্যালন ডি’অরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্রিজমান। কিন্তু পারলেন না। এই পুরস্কারের ভোটের লড়াইয়ে হয়েছেন তৃতীয়। আতলেতিকো মাদ্রিদের এই খেলোয়াড়ের পাশাপাশি ক্রিস্তিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসিকে হারিয়ে পুরস্কারটি জিতে নিয়েছেন ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ।

প্যারিসে সোমবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ব্যালন ডি’অরের বিজয়ী হিসেবে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার মদ্রিচের নাম ঘোষণা করা হয়। ছেদ ঘটে পুরস্কারটিতে মেসি-রোনালদোর এক দশকের আধিপত্যে।

এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে শুরু থেকেই জোরেসুরে শোনা যাচ্ছিল গ্রিজমানের নাম। কারণও ছিল। গত এক বছর ধরে অসাধারণ ফর্মে আছেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়। এই সময়ে ক্লাব আতলেতিকোকে ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ জেতানোর পাশাপাশি রাশিয়ার বিশ্বকাপ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। আশাবাদী ছিলেন ব্যক্তিগত অর্জন নিয়েও। ব্যালন ডি’অরে নিজের সম্ভাবনা নিয়ে বেশ কয়বার সংবাদ মাধ্যমে কথাও বলেছিলেন তিনি।

প্যারিসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর গ্রিজমান বলেন, “২০১৮ সাল নিয়ে আমি খুবই খুশি। আমি ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ জিতেছি। বিশ্বকাপ জিতেছি। এটা অসাধারণ একটা বছর ছিল।”

“ব্যালন ডি’অর জিততে না পারায় কিছুটা হতাশা তো আছেই। এটা দারুণ একটা রাত ছিল। ওখানে আমি গিয়েছিলাম বিজয়ীদের সঙ্গে উদযাপন করতে।”

বিশ্বকাপ জয় বড়, নাকি ব্যালন ডি’অর এমন প্রশ্নে এক কথায় গ্রিজমানের জবাব- “বিশ্বকাপ!” তবে ভবিষ্যতে পুরস্কারটি জয়ের ইচ্ছা আছে তার। পরিশ্রম করে যেতে চান আগের মতোই।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত