কুমিল্লার মেঘনা উপজেলায় দুই স্পিডবোটের সংঘর্ষে রাজিব (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফ সরকারের ছেলে।
জানা গেছে, মেঘনা নদীতে বিপরীত দিক থেকে আসা দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হলে রাজিব মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেন।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোনারগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন।
মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।