বেশ ঘটা করেই বিয়ে করলেন শবনম ফারিয়া। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হারুন অর রশিদ অপুর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন ছোট পর্দার জনপ্রিয় এ নায়িকা। ১লা ফেব্রুয়ারি মিরপুরের ক্যান্টনমেন্ট এলাকার একটি কনভেনশন হলে জমকালো আয়োজনে ফারিয়া-অপুর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানও হয়ে গেল। এ অনুষ্ঠানেই চমক দেখালেন বর ও কনে।
ফারিয়া বধূবেশে হাজির হলেন নৌকায় চড়ে আর বর অপু হাজির হলেন ঘোড়ার গাড়িতে চড়ে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তারা সবাইকে অবাক করে দিয়ে এভাবেই অনুষ্ঠানস্থলে হাজির হন তারা।
নব দম্পতিকে এদিন শুভ কামনা জানাতে হাজির হয়েছিলেন অপি করিম, বিপাশা হায়াত, মৌ, মাসুমা রহমান নাবিলা, মারিয়া, সিয়াম, মৌসুমী হামিদ, নাঈমসহ ছোট পর্দার এক ঝাঁক তারকা।
উল্লেখ্য গত বুধবার পরিবারের সদস্য এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে ফারিয়ার মেহেদির অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে নিজেই নেচে সবাইকে অবাক করে দেন।