পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলা পরিষদে আগামী ১৮ মার্চ নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টার নির্বাচন কমিশন(ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, ১২৯টি উপজেলায় পরিষদে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহণের তারিখ ১৮ মার্চ।
ইসি সচিব বলেন, ১২৯টি উপজেলার মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা এবং দিনাজপুর এই চারটা জেলার সব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগের বগুড়া, নওগাঁ আর পাবনা জেলার সবগুলো উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগের সিলেট এবং মৌলভীবাজারের সব উপজেলায় ভোট হবে। ঢাকা বিভাগের গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় ভোট হবে। নোয়াখালীর হাতিয়া উপজেলা।
চট্টগ্রাম বিভাগের উত্তর চট্টগ্রামের যতগুলো উপজেলা আছে সব স্থানে নির্বাচন হবে। যেমন সীতাকুণ্ড, সন্দীপ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারি। রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবান জেলায় ভোট হবে। আর কক্সবাজারের চকরিয়া উপজেলায় নির্বাচন হবে।
তিনি আরও বলেন, সর্বমোট পাঁচটি বিভাগের ১৭টি জেলার ১২৯টি উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের কোনো উপজেলায় ইভিএম ব্যবহার করা হচ্ছে না। কারণ উপজেলা নির্বাচনে ইভিএম সংযুক্ত করতে বিধিমালা আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য পাঠিয়েছি। ভেটিং হয়ে যাওয়ার পর সিদ্ধান্ত হবে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে কি হবে না তা কমিশন এখনো নির্ধারণ করেনি।