সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

অক্ষয়কে দেখতে এসে জেলে গেল ভক্ত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৪ পিএম

বছরে ৩-৪টি হিট সিনেমা উপহার দেওয়া বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে দেখা করতে এসে জেলে গেল এক ভক্ত। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অনধিকারপ্রবেশ ধারায় মামলা করা হয়েছে।

বর্তমানে  বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন অক্ষয়ের সেই ভক্ত।

আনন্দবাজার পত্রিকা জানায়, হরিয়ানার অঙ্কিত গোস্বামী গুগল থেকে প্রিয় অভিনেতার বাড়ির ঠিকানা জোগাড় করে দেখা করতে গিয়েছিলেন।

কিন্তু এ কাজ করতে গিয়ে যে জেলে যেতে হবে সে কথা বোধ হয় স্বপ্নেও কল্পনা করেননি অঙ্কিত।

গুগল থেকে তিনি ঠিকই বের করেছিলেন ‘খিলাড়ি’ তারকার মুম্বাইয়ের জুহুর বাড়ির ঠিকানা।

কিন্তু অক্ষয়ের বাড়িতে ঢুকতে গিয়েই বাধা পান অঙ্কিতা। নায়কের বাড়ির নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেন গেটেই। তারপর তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার পরমজিৎ সিং দাহিয়া বলেন, ‘অঙ্কিতকে জিজ্ঞাসা করে জানা গেছে প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার জন্যই মুম্বাই ছুটে এসেছেন।’

তবে এ বিষয়ে অক্ষয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে তিনি কারিনা কাপুর খানের বিপরীতে ‘গুড নিউজ’ সিনেমায় অভিনয় করছেন। হাতে আছে আরও বেশ কয়েকটি সিনেমা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত