শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

বাংলাদেশকে জাতিসংঘ মিয়ানমার সীমান্ত খুলে দিন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪২ এএম

রোহিঙ্গাদের পর এবার মিয়ানমারের চিন রাজ্য দিয়ে পালিয়ে আসা নাগরিকদের বাংলাদেশে জায়গা দিতে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। সংস্থাটি এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে। গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির মুখপাত্র আন্দেজ মাহেসিস এক বিবৃতিতে এ আহ্বান জানান।বিবৃতিতে মিয়ানমারে সম্প্রতি শুরু হওয়া সহিংসতার কারণে সেখানে সৃষ্টি হওয়া মানবিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউএনএইচসিআর। মাহেসিস বলেন, ‘মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার খবর পাওয়া গেছে। সহিংসতার কারণে অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের আশায় মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘মিয়ানমারে শুরু হওয়া সহিংসতার কারণে যেসব মানুষ আশ্রয়ের জন্য যাচ্ছে, তাদের প্রবেশের অনুমতি দিতে বাংলাদেশ সরকারকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত আমরা।’

সম্প্রতি মিয়ানমার অতিক্রম করে বান্দরবান সীমান্তে মিয়ানমারের ১৬০ নাগরিক প্রবেশ করেছে। বিভিন্ন নৃগোষ্ঠীর এসব লোকজন সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী। বিবৃতিতে ২০১৭ সাল থেকে রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের শিকার ৭ লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় সরকারের প্রশংসাও করেছে ইউএনএইচসিআর।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত