মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

হকির নির্বাচন সামনে রেখে নতুন মেরুকরণ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৬ এএম

হকি অঙ্গনে এ কে এম মোমিনুল হক সাঈদকে সবাই চিনত মেরিনার ইয়াংস ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান হিসেবে। তার চেষ্টাতেই ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপা প্রথমবারের মতো জিতেছিল মেরিনার্স। এই ক্লাবের প্রতিনিধি হিসেবেই বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন সাঈদ। অথচ গতকাল দিলেন নতুন চমক। ফেডারেশনের আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দেওয়া সাঈদকে নিজেদের কাউন্সিলরশিপ দিয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর ফলে হকি অঙ্গনের তিনটি বড় নামÑ মোহামেডান, ঊষা ক্রীড়া চক্র এবং মেরিনার্স একজোট হয়ে নির্বাচনের ময়দানে নামল। শুধু এই তিনটি ক্লাব নয়, গতকাল প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগের ১৩টি ক্লাব একসঙ্গে কাউন্সিলরশিপ জমা দিতে জমায়েত হয়েছিল ফেডারেশনে। সেখানে সাঈদের প্রতি সমর্থনের কথাও জানিয়েছেন ক্লাবগুলোর কর্মকর্তারা।মোহামেডানের কাউন্সিলর হওয়া প্রসঙ্গে সাঈদ বলেন, ‘মোহামেডানের সঙ্গে সম্পর্ক আমার দীর্ঘদিনের। আমি এই ক্লাবটির একজন স্থায়ী সদস্য। তাছাড়া গতবার দল গঠনের সময় আর্থিক পৃষ্ঠপোষকতাও করেছি। মোহামেডান আমাকে সমর্থন দেওয়ায় ক্লাবটির প্রতি আমি কৃতজ্ঞ।’ আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত ৩১টি ক্লাবের মধ্যে ১৭টি ক্লাবের সরাসরি সমর্থন পাওয়ার কথা জানালেন সাঈদ। ‘এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। যে যেমনটাই বলুক, এই মুহূর্তে ১৭টি ক্লাব আমার সঙ্গে আছে। তফসিল ঘোষণার পর চিত্র অনেকটাই পাল্টে যায়। প্রিমিয়ার লিগের আটটি ক্লাব আমাকে সমর্থন দিয়েছে। কোনো নির্বাচনে এত ক্লাব এক হয়ে কাজ করার নজির ছিল না।’ তিনি আরও বলেন, ‘ক্লাবগুলোর পাশাপাশি জেলাগুলো থেকেও আমি বেশ সাড়া পাচ্ছি। গত দুই-তিন বছরে বিভাগীয় পর্যায়ে আমি বেশকটি টুর্নামেন্ট করেছি নিজস্ব অর্থায়নে। তারাও চান আমাকে।’গত এক বছর ধরে অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করছে ফেডারেশনের। তার আগে গত ২০১৭ সালে হওয়ার কথা ছিল নির্বাচন। যে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন ফেডারেশনের আরেক সহসভাপতি আবদুর রশিদ সিকদার। ঊষা ক্রীড়া চক্রের এই কাউন্সিলর গতকাল জানালেন, ‘এবার আমরা ঢাকার বেশিরভাগ ক্লাব সাঈদকে সমর্থন দিয়েছি আসন্ন নির্বাচনে। এছাড়া জেলাগুলোর বেশিরভাগ আমাদের সঙ্গেই আছে।’

উল্লেখ্য, বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক আবদুস সাদেক এবারও এই পদে নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেছেন। তার ক্লাব আবাহনীর নেতৃত্বে আরেকটি পক্ষ সোচ্চার রয়েছে নির্বাচনকে সামনে রেখে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত