মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

অসত্যের ওপর দেশ পরিচালনা করা যাবে না: কামাল

আপডেট : ০১ মার্চ ২০১৯, ১১:৪০ পিএম

ভুল কথা বলে অসত্যের ওপর ভর করে দেশ পরিচালনা করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উদ্যোগে ‘২রা মার্চ’ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)  ভিপি আসম আবদুর রব স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় ড. কামাল বলেন, ‘যখন আমি দেখি, মানুষ কিছুটা অসহায় বোধ করছে। তাদেরকে মালিক হিসেবে সরকারের যে শ্রদ্ধা করার কথা, তাদের জনমতের প্রতি যে শ্রদ্ধাশীল থাকার কথা, সরকার তা করছে না।’

ড. কামাল বলেন, ‘ভুল কথা বলে, অসত্যের ওপর ভর করে ১৬ কোটি মানুষের দেশ পরিচালনা করা খুবই কঠিন। এটা উচিত না, এটা করা যায় না।’

৯ বছরের স্বৈরাচার এরশাদের পতনের কথা উল্লেখ করে ড. কামাল বলেন, ‘একাত্তরের পরেও যেমন স্বৈরাচারকে হটানো হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হই, এ দেশটা আমাদের সকলের, এটা আমাদের দখলে নেব, গণতন্ত্র প্রক্রিয়ার মধ্যে নেব, সংবিধানের মধ্যে স্থাপন করব। ইনশাল্লাহ যে ঐক্যের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছিল সেই ঐক্যের ভিত্তিতে আমরা দেশ শাসন করব জনগণের মালিকানা অবশ্যই আসবে।’

দিনটির স্মৃতিচারণ করে জেএসডি সভাপতি রব বলেন, ‘একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তার ১০ বছর পূর্বে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ একটা বিপ্লবী স্বাধীন বাংলা পরিষদ কে গঠন করেছিল? ২রা মার্চ পতাকা আমি তুলেছি, ৩রা মার্চে স্বাধীনতার ইশতেহার শাহজাহান সিরাজ পাঠ করেছেন, ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা দিয়েছেন, ২৫ মার্চ রাত থেকে শুরু করে  ৯ মাসে আমাদের লক্ষ লক্ষ বাঙালি সৈনিকরা, ছাত্র-যুবক-শ্রমিক-কৃষক-জনতা প্রাণ দিয়েছেন। এর মূল পরিকল্পনাকারীটা কে? সেই ব্যক্তিটার নাম আমরা অনেকে জানি না। তার নাম হলো সিরাজুল আলম খান।’

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ পথে এই সরকার যাবে না। সোজা আঙুলে ঘি ওঠে না, স্বৈরাচার-ফ্যাসিবাদ যায় না, তারা লজ্জা পায় না। তাকে বিদায় করতে হবে।’

জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি এম এ গোফারামের সভাপতিত্বে ও প্রেসিডিয়াম সদস্য শহিদ উদ্দিন মাহমুদ স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, বিএনপির আব্দুস সালাম, জেএসডির আব্দুল মালেক রতন, সিরাজ মিয়া, মোশাররফ হোসেন, বিকল্পধারার শাহ আহমেদ বাদল প্রমুখ। সভায় রবের স্ত্রী তানিয়া রবসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা ছিলেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত