সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

ছিনতাইয়ের অভিযোগে ৯ কিশোরসহ ১১ জন গ্রেপ্তার

আপডেট : ০১ মার্চ ২০১৯, ১১:৫০ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে ৯ কিশোরসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা।

শুক্রবার পাঠানো বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে ভোলা জেলার লালমোহনের দেবীচর গ্রামের বাসিন্দা সোহেলও যাত্রাবাড়ীর ১৪ নম্বর আউটফল কোয়ার্টারের বাসিন্দা ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী আরও ৯ জন কিশোরকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতদের সোহেল(২০) ও ইয়াসিন(১৯) ছিনতাইকারী চক্রের মূল হোতা বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংঘবদ্ধ কিশোর চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী ও এর আশেপাশের এলাকায় পথচারীদের নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত