রাজশাহীর গোদাগাড়ীতে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে রুবেল হোসেন (৩০) নামের এক ট্রলিচালক মারা গেছেন। গতকাল রবিবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন জেলার চারঘাট উপজেলার আড়ানী জাইগিরপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন সাইদুর রহমান (৩০) নামের আরেক ব্যক্তি। দুর্ঘটনার সময় কাঠবোঝাই ট্রলির ওপরে ছিলেন সাইদুর। গোদাগাড়ী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, সকালে গাছের গুঁড়িবোঝাই ট্রলিটি রাজশাহীর দিক থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। ফায়ার সার্ভিস দপ্তর অতিক্রম করার সময় ট্রলির বাম পাশের চাকা ফেটে গেলে চালক রুবেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি থেকে পড়ে যান। এ সময় কাঠের গুঁড়ি তার ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন ট্রলির ওপরে থাকা আরোহী সাইদুর রহমান। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করান।